আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন।দেশের যে পরিস্থিতি তাতে দুবেলা ডাল ভাত খেয়ে বেঁচে থাকা কষ্টকর। এমতাবস্থায় যারা বেকার আছেন তাদের জন্য আরো কষ্টকর। তাই যারা বেকার জীবন অতিবাহিত করছেন তারা ব্যবসা করে বেকারত্ব সমস্যা দুর করতে পারেন। এখন হয়তো অনেকে ভাবতে পারেন কি ব্যবসা করবো? মুলধন কত লাগবে? সব সমস্যার সমাধান পাবেন পোস্টে। তাই ধৈর্য সহকারে পোস্টটি পড়েন।এখন আসি মুল কথায় আপনি চাইলে মাত্র ৫ হাজার টাকায় গেঞ্জির ব্যবসা করতে পারেন। গেঞ্জি পরেনা এমন ছেলে মানুষ আপনি খুজে পাবেন না।সব ছেলেরাই টি-শার্ট, পোলোশার্ট, মেগা হাতা,সেন্টো গেঞ্জি ব্যবহার করে।তাই গেঞ্জির ব্যবসা অনেক লাভজনক।আপনি আস্তে আস্তে এই ব্যবসা বড় করতে পারবে
কোথায় পাইকারী পাবেন?
আপনি ঢাকার গুলিস্তান,ইসলামপুর,বঙ্গবাজার,নারায়নগঞ্জ, ভুলতা,গাউছিয়া,মিরপুর, টঙ্গী ও গার্মেন্টস থেকে পাইকারিতে গেঞ্জি এনে বিক্রি করতে পারেন।
কোথায় বিক্রি করবেন?
আপনি চাইলে ফুটপাতে, ভ্যানগাড়িতে করে,অনলাইনে, ফেসবুক পেজে,বিভিন্ন দোকানে শো-রুমে, পরিচিত ভাই-ব্রাদার ও বন্ধুবান্ধবের কাছে বিক্রি করতে পারেন।
https://www.deshitips.com/2023/02/blog-post_12.html?m=1ল
লাভ কত হবে?
আসলে লাভের কথা কেউ বলতে পারবেনা। আপনি কতটা পরিশ্রম করতে পারবেন সেটা আপনার উপর নির্ভর করবে। আপনি যতটা পরিশ্রম করতে পারবেন আপনার লাভ ততবেশি লাভ করতে পারবেন।আপনি প্রতিদিন ৪০-৫০ টা বিক্রি করতে পারলে ১২০০-১৫০০ টাকা লাভ করতে পারেন। সে হিসেবে খরজ বাদে মাসে ৩০ হাজার টাকা ইনকাম করতে পারবেন।আপনি লেগে থাকুন সাফল্য অর্জন করতে পারবেন।পরিশ্রম কখনো বৃথা যায়না।সাফল্য পেতে হলে পরিশ্রমের বিকল্প নাই।
পরিশেষে বলতে চাই আপনি যে ব্যবসায় করেন না কেন ধৈর্য সহকারে করতে হবে। আপনি যদি লজ্জা করেন তাহলে কখনো সফল হতে পারবেন না।কোন ব্যবসাকে ছোট মনে করা যাবেনা।আপনি লেগে থাকুন সাফল্য একদিন আসবে ইনশাআল্লাহ। পোষ্টটি ধৈর্য্য সহকারে পড়ার জন্য ধন্যবাদ।


ভালো
উত্তরমুছুন