ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের জন্য যাবতীয় তথ্যাদিসহ ১২ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে প্রকাশিত হয়েছে।
ইউনিটে সংখ্যা : বর্তমানে ৫ ইউনিটের পরিবর্তে ৪ ইউনিটে ভর্তি পরীক্ষা হবে।
ভর্তির জন্য আবেদনর সময়সীমা: ভর্তির জন্য আবেদন শুরু ২৭ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ বিকাল ৪টা থেকে।আবেদন এর শেষ সময় ২০ মার্চ২০২৩ তারিখ ১১:৫৯ পর্যন্ত।
ভর্তি আবেদন ফি ১০০০/= টাকা
১৮ ই এপ্রিল থেকে সকল ইউনিটের ভর্তি পরীক্ষার প্রবেশ পত্র ডাউনলোড করা যাবে। প্রবেশ পত্র সংশ্লিষ্ট পরিক্ষা শুরুর ১ ঘন্টার আগ পর্যন্ত ডাউনলোড করা যাবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সময় সংক্রান্ত বিষয় :
ভর্তি পরীক্ষা শুরু হবে ২৯ এপ্রিল থেকে এবং শেষ হবে ১৩ মে ২০২৩ তারিখে।
কলা,আইন,ও সামাজিক বিঞ্জান অনুষদের পরীক্ষা হবে ০৬ মে ২০২৩ শনিবার,
বিঞ্জান অনুষদের পরীক্ষা হবে ১২মে ২০২৩ শুক্রবার,
ব্যবসা অনুষদের পরীক্ষা ১৩ মে ২০২৩ শনিবার
চারুকলা অনুষদের পরীক্ষা হবে ২৯ এপ্রিল ২০২৩
পরীক্ষা স্থান : চারুকলা অনুষদের পরীক্ষা ঢাকায় অনুষ্ঠিত হবে। আর অন্য ৩ টি অনুষদের পরীক্ষাগুলো ঢাকা সহ ৮ টি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হয়।
দেখুন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনারা আবেদন যোগ্যতা আছে কি না? আবার থাকলেও কোন কোন অনুষদে রয়েছে।
বিঞ্জান ইউনিট:এই ইউনিটে ভর্তির জন্য আবেদন করতে হলে শিক্ষার্থীর SSC ওHSC সমমানের পরীক্ষায় ৪র্থ বিষয় সহ GPA এর যোগফল সর্বমিম্ন ৮ হতে হবে। উভয় পরীক্ষায় জিপিএ আলাদাভাবে ৩.৫ থাকতে হবে।
মানবিক ও বানিজ্য ইউনিট এর শিক্ষার্থীরা ও এই অনুষদে আবেদন করতে পারবে। এর জন্য শিক্ষার্থীর SSCওHSC পরীক্ষায় ৪র্থ বিষয়সহ জিপিএ এর যোগফল সর্বনিম্ন ৭.৫ হতে হবে। উভয় পরীক্ষায় আলাদাভাবে নূন্যতম জিপিএ ৩.০ হতে হবে।
ব্যবসা ইউনিট: এই অনুষদে আবেদন করতে উভয় পরীক্ষায় জিপিএ এর যোগফল ৭.৫ হতে হবে। এবং উভয় পরীক্ষায় আলাদা ভাবে GAP ৩.০ হতে হবে।
বিঞ্জান ও মানবিক শাখার শিক্ষার্থীরও এই বিভাগে আবেদন করতে পারবে। এর জন্য শিক্ষার্থী SSCওHSS পরীক্ষায় ৪র্থ বিষয় সহ জিপিএ এর যোগফল সর্বনিম্ন ৮ ( আলাদাভাবে ৩.৫) মানবিক শাখার জন্য ৭.৫(আলাদা ভাবে ৩.০) হতে হবে।
মানবিক ইউনিট: এই অনুষদে আবেদন করতে উভয় পরীক্ষায় জিপিএ এর যোগফল ৭.৫ হতে হবে। এবং উভয় পরীক্ষায় আলাদা ভাবে GAP ৩.০ হতে হবে।
বিঞ্জান ও বানিজ্য শাখার শিক্ষার্থীরও এই বিভাগে আবেদন করতে পারবে। এর জন্য শিক্ষার্থী SSCওHSS পরীক্ষায় ৪র্থ বিষয় সহ জিপিএ এর যোগফল সর্বনিম্ন ৮ ( আলাদাভাবে ৩.৫) মানবিক শাখার জন্য ৭.৫(আলাদা ভাবে ৩.০) হতে হবে।
চারুকলা ইউনিট : এই ইউনিটে ভর্তির জন্য শিক্ষার্থী SSCও HSC পরীক্ষায় ৪র্থ বিষয় সহ জিপিএ এর যোগফল ৬.৫ হতে হবে। মানবিক, বানিজ্য, বিঞ্জান শাখার শিক্ষার্থী রাও এই ইউনিটে পরীক্ষা দিতে পারবে।
ঢাবির ভর্তি পরীক্ষার নম্বর সংক্রান্ত বিষয়বলি:
পরীক্ষা হবে ১০০ নম্বর এর উপর ভিত্তি করে। MCQ নম্বর ৬০ CQ নম্বর ৪০।MCQ ও CQ পরিক্ষার জন্য সময় যথাক্রমে ৪৫ মি ও ৪৫ মি।
শুধু চারুকলা অনুষদের MCQ এর জন্য সময় ৩০ মি এবং অঙ্কন এর জন্য সময় ৬০ মি.।
SSC ও HSC বা সমমানের জিপিএ এর উপর ২০ নম্বর নির্ধারন করা হয়েছে।
প্রতিটি ভুল উত্তরে জন্য ০.২৫ নম্বর কাটা হবে।
বিধিনিষেধ :Mobile phone, culculator,Electronic device সম্বলিত ঘড়ি ও কলম পরিক্ষার হলে ব্যবহার করা যাবেনা।

অনেক কাজে আসবে।
উত্তরমুছুনNice
উত্তরমুছুনভালো লিখছেন।
উত্তরমুছুনGood information
উত্তরমুছুন