রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত তথ্য( ২০২৩)

রাজশাহী বিশ্ববিদ্যালয় দেশের দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয়। আর বাংলা দেশের সুনামধন্য বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি। এর জন্য প্রতি বছর দেশের বিভিন্ন অঞ্চল থেকে শিক্ষার্থীরা এই বিশ্ববিদ্যালয় ভর্তি জন্য ভর্তিযুদ্ধে অবতীর্ন  হয়। 

ভর্তি ইছুক শিক্ষার্থীদের মধ্যে প্রতি ইউনিটে ৭২ হাজার শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় বসতে পারবে। প্রতি ইউনিটের পরীক্ষা হবে ৪ শিফটে।


ভর্তির আবেদন সংক্রান্ত বিষয়বলী :

ভর্তি আবেদন : 

  • প্রাথমিক আবেদন করা যাবে অনলাইনে ১৫ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত 
  • যখন চূড়ান্ত ভর্তির জন্য  উর্ত্তীন শিক্ষার্থীদের তালিকা ওয়েবসাইট প্রকাশিত হবে। তখন ৯ এপ্রিল থেকে ১৫ই এপ্রিল  এর মধ্যে  চূড়ান্ত ভর্তির জন্য আবেদন করতে হবে।


ভর্তি ফি: 

  • এক বা একাধিক ইউনিটের জন্য প্রাথমিক  আবেদন এর ভর্তি ফি ৫৫ টাকা। 
  • চূড়ান্ত ভর্তি পরীক্ষার জন্য সুযোগ হলে তখন ইউনিট প্রতি আবেদন ফি ১১১০ টাকা।




ভর্তি পরীক্ষার তারিখ:

পরীক্ষা শুরু হবে ২৯ মে আর শেষ হবে ৩১ মে।









বি:দ্র:

  •  সেকেন্ড টাইম ভর্তির সুযোগ থাকবে
  • সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হবে 



ইউনিটের সংখ্যা :

 রাবি এক সভায় সভা কমিটিরা সিদ্ধান্ত গ্রহণ  করেন যে রাবির ভর্তি পরীক্ষা ৩ ইউনিটে  অনুষ্ঠিত হবে।  A মানবিক ইউনিট, B ব্যবসা ইউনিট,  C বিজ্ঞান ইউনিট।



ভর্তি পরীক্ষার  প্রাথমিক আবেদন যোগ্যতা:



A ইউনিট

এই ইউনিটে ভর্তির জন্য  SSC ওHSC পরীক্ষা ৪র্থ বিষয় সহ জিপিএ যোগফল ৭.০ পেতে হবে। উভয় পরীক্ষায় আলাদা ভাবে জিপিএ ৩.০ পেতে হবে।



B ইউনিট: 

এই ইউনিটে ভর্তির জন্য SSC ও HSC পরীক্ষা ৪র্থ  বিষয় সহ জিপিএ যোগফল ৭.৫০ পেতে হবে। উভয় পরীক্ষায় আলাদা ভাবে জিপিএ ৩.৫০ পেতে হবে। 



C ইউনিট:

এই ইউনিটে ভর্তির জন্য SSC ও HSC পরীক্ষায় ৪র্থ বিষয় সহ জিপিএ যোগফল৮.০ পেতে হবে।উভয় পরীক্ষায় আলাদা ভাবে জিপিএ ৩.৫ পেতে হবে।



কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে  ডিপ্লোমা ইংজিনিয়ারিং পাশ কারা শিক্ষার্থীরাও সংশ্লিষ্ট ইউনিটসমূহে পরীক্ষা দিতে পারবে।তবে তাদের প্রাপ্ত জিপিএ ৫.০ স্কেলে হবে।



যেসব শিক্ষার্থী ইংরেজি মাধ্যমে ভর্তি পরীক্ষা দিবে তাদের জন্য Oলেভেল পরীক্ষায় ৫ টি বিষয় এবং Aলেভেল পরীক্ষায় ২ টি বিষয়  উর্ত্তীন হতে হবে। আর এই ৭ বিষয় এর মধ্যে ৪ টিতে B এবং ৩ টিতে C পেতে হবে।এবং O লেভেল, Aলেভেল এবং ইংরেজিতে উর্ত্তীন শিক্ষার্থীর জন্য প্রশ্ন ইংরেজিতে অনুবাদ করা থাকবে।
 ইংরেজি ভর্তি পরীক্ষা দিতে ইচ্ছুক শিক্ষার্থীদের  অবস্যই অনলাইন অতিরিক্ত আবেদন ফর্ম  পূরণ করেতে হবে।








ভর্তির জন্য ইউনিটের  পরিচিতি: 


A ইউনিট:

এই ইউনিটে থাকবে,, কলা অনুষদ,আইন অনুষদ,সামাজিক বিজ্ঞান অনুষদ, চারুকলা অনুষদ,শিক্ষা ও গবেষণা ইনিস্টিউট


B ইউনিট: বিজনেস ইস্টাডি অনুষদ, ব্যবসায় প্রশাসন। 


C ইউনিট : বিজ্ঞান অনুষদ, জীব ও ভূ বিজ্ঞান অনুষদ, কৃষি অনুষদ,প্রকোশলী অনুষদ।


ভর্তির নম্বর সংক্রান্ত বিষয় : 
 
ভর্তি পরীক্ষা ১০০ নম্বর  ভিত্তি হবে।আর পরীক্ষার প্রশ্নের সংখ্যা হবে ৮০ টী। পাশ নম্বর ৪০। 


৫ টি ভুল উত্তরে জন্য ১ মার্কা কাটা যাবে।



বিধিনিষেধ
ভর্তি পরীক্ষার হলে কোন প্রকারে ইলেকট্রনিক ডিভাইস আনা যাবেনা। যেমন : মোবাইল, ঘড়ি,হেডফোন, ক্যালকুলেটর ইত্যাদি। 


আসন সংখ্যা : 
  • বিজ্ঞান :২০১৯ টি
  • ব্যবসা : ৫৬০ টি
  • মানবিক :১৫৬০টি

অনুষদের  এর বিষয় সমুহ পরিচিতি:

বিজ্ঞান অনুষদ :
পদার্থবিজ্ঞান, রসায়ন, পরিসংখ্যান, ফার্মেসি, গণিত,
প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান, ফলিত গণিত,
জনসংখ্যা বিজ্ঞান এবং মানব সম্পদ উন্নয়ন, 
শারীরিক শিক্ষা এবং ক্রীড়া বিজ্ঞান বিভাগ।


প্রকৌশল অনুষদ:
ফলিত রসায়ন ও রাসায়নিক, প্রকৌশলকম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল, বস্তু বিজ্ঞান ও প্রযুক্তি,
তথ্যবিজ্ঞান ও যোগাযোগ প্রকৌশল,ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স প্রকৌশল। 
  


কৃষি অনুষদ:
বর্তমান এখানে বিভাগ সংখ্যা 2 টি, কৃষি এবং কৃষি সম্প্রসারণ,  শস্য বিজ্ঞান এবং প্রযুক্তি।


জীববিজ্ঞান অনুষদ:
জিনগত প্রকৌশল ও প্রাণ প্রযুক্তি,মনোবিজ্ঞান,চিকিৎসা মনোবিজ্ঞান,GO,উদ্ভিদবিজ্ঞান,প্রাণিবিদ্যা,
অণুজীববিজ্ঞান। 




সামাজিক বিজ্ঞান অনুষদ:
অর্থনীতি,রাষ্ট্রবিজ্ঞান,সমাজকর্ম,
সমাজবিজ্ঞান,গণযোগাযোগ এবং সাংবাদিকতা,তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা,নৃবিজ্ঞান, লোক প্রশাসন,লোকাচারবিদ্যা,
আন্তর্জাতিক সম্পর্ক।



ব্যবসায় শিক্ষা অনুষদ:
হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা,ব্যবস্থাপনার শিক্ষা,
মার্কেটিং,ফাইন্যান্স,ব্যাংকিং ও বীমা,পর্যটন এবং আতিথিয়তা ব্যবস্থাপনা।


চারুকলা অনুষদ:
চারুকলা অনুষদের মোট বিভাগ আছে তিনটি
গ্রাফিক্স ডিজাইন, কারুশিল্প এবং কারুকলার ইতিহাস,
চিত্রকলা প্রাচ্যকলা ও ছাপচিত্র,
মৃৎশিল্প ভাস্কর্য।




আরও রয়েছ :
আইন অনুষদ,ভু বিজ্ঞান অনুষদ,
মৎস্য বিজ্ঞান অনুষদ,
পশু শিক্ষা ও প্রাণী বিজ্ঞান অনুষদ,
চিকিৎসা বিজ্ঞান অনুষদ





4 মন্তব্যসমূহ

নবীনতর পূর্বতন