জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংক্রান্ত তথ্যবলি(২০২২-২০২৩)



জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এর ভর্তি বিজ্ঞপ্তিতে মোট ৫ ইউনিট এর কথা বলা হয়েছে। ইউনিটের সংখ্যাঃ (A ,B,C,D,E)

ভর্তির আবেদন ফি: 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের A,B,C,E  ইউনিটসমুহের আবেদন ফি নির্ধারণ করা হয়েছে  ৯০০ টাকা করে ও D  ইউনিট  আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৬০০ টাকা। 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদনে কি কি যোগ্যতা লাগবে ? ও কোন ইউনিটে কি আছে।


ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত

A ইউনিট[গণিত, পদার্থবিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অনুষদ]: 

এই ইউনিটে আবেদন করতে হলে SSC ও HSC উভয় পরীক্ষায় ৪র্থ বিষয় সহ জিপিএ যোগফল সর্বনিম্ন ৮ হতে হবে। এবং উভয় পরীক্ষায় জিপিএ আলাদা ভাবে ৪.০ থাকতে হবে।এখন শুধু  বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা পরীক্ষ দিতে পারবে।এখানে চাইলে মানবিক ও বানিজ্য শাখার শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষা দিতে পারবে। তবে তাদের ওই উপর শর্ত গুলো মানতে হবে।

B ইউনিট[সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদ]:

এই ইউনিটে সব শাখার(মানবিক,বানিজ্য, বিজ্ঞান) শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে।  এখানে পরীক্ষা দিতে হলে SSC ও HSC পরীক্ষায় আলাদা ভাবে  জিপিএ ৩.৫ পেতে হবে। ৪র্থ বিষয়সহ উভয় পরীক্ষার জিপিএ র  যোগফল  হতে হবে ৮.০।

C ইউনিট[শিল্প ও মানবিক এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি অনুষদ ]:

এই ইউনিটে সব শাখার(মানবিক,বানিজ্য, বিজ্ঞান) শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে।SSC ও HSC পরীক্ষায় আলাদা ভাবে জিপিএ ৩.৫ হতে হবে। ৪র্থ বিষয়সহ উভয় পরীক্ষার জিপিএ র  যোগফল  হতে হবে ৭.০।

D ইউনিট [জীববিজ্ঞান অনুষদ]:

এই ইউনিটে আবেদন করতে হলে SSC ও HSC উভয় পরীক্ষায় ৪র্থ বিষয় সহ জিপিএ যোগফল সর্বনিম্ন ৮ হতে হবে। এবং উভয় পরীক্ষায় জিপিএ আলাদা ভাবে ৪.০ থাকতে হবে।এখন শুধু  বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে।

E ইউনিট [ব্যবসা এবং ব্যবসায় প্রশাসন অনুষদ ] : 

এই ইউনিটে আবেদন করতে হলে  SSC ও HSC উভয় পরীক্ষায় ৪র্থ বিষয়সহ জিপিএ   আলাদাভাবে বিজ্ঞান বিভাগের জন্য ৪.০ এবং মানবিক ও বানিজ্য শাখার জন্য ৩.৭৫  থাকে  হবে। আর ইনিস্টিউট অফ বিজেনেস এডমিনেসট্রাশন আইবিএ এর জন্য জিপিএ সর্বনিম্ন ৪.০ থাকে হবে।


ভর্তি পরীক্ষার নম্বর সংক্রান্ত বিষয় :

সকল ইউনিটের পরীক্ষা ৮০ নম্বর উপর ভিত্তি করে। পরীক্ষার সময় ৫৫ মিনিট। আর OMR  পূরনের জন্য আলাদা ভাবে ৫মিনিট সময় দেয়া হয়।SSC ও HSC থেকে জিপিএ মার্ক ২০ নেওয়া হবে।

আর ভর্তি পরিক্ষায় পাশ মার্ক হলো ২৭। কোনো শিক্ষার্থী যদি ভর্তি পরিক্ষায় ২৭ এর কম পায় তাহলে শিক্ষার্থী ভর্তির জন্য অযোগ্য বলে বিবেচিত হবে।

প্রতিটি ভুল উত্তরে জন্য০.২০ নম্বর কাটা যায়। 

পরীক্ষায় পাস করতে হলে ৩৩% মার্ক পেতেই হবে।  

A unit[গণিত, পদার্থবিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অনুষদ]: ভর্তির জন্যে নিচের মার্কস পেতে হবে।

 math-22, 

physics -22 

chemistry -22, 

Bangla -3 

English-3

 ict -8. 


B unit [সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদ]:: ভর্তির জন্যে নিচের মার্কস পেতে হবে।

 bangla- 25,

 english -25,

math-05,

Gk-25.


C unit [শিল্প ও মানবিক এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি অনুষদ ]: ভর্তির জন্যে নিচের মার্কস পেতে হবে।

english-15,

bangla-15, 

others-50 


D unit[জীববিজ্ঞান অনুষদ]:  ভর্তির জন্যে নিচের মার্কস পেতে হবে।

 Bangla-4,

 English -4,

chemistry -24 

Botany-22,

Zoology -22,

IQ-8.

E unit[ব্যবসা এবং ব্যবসায় প্রশাসন অনুষদ ] : ভর্তির জন্যে নিচের মার্কস পেতে হবে। বিজ্ঞান ও মানবিক শাখার জন্য 

Bangla -11,

 English :23,

math:11 GK:15 

ব্যবসা শাখার জন্য। 

bangla -11,

english -23, 

math-11, 

BBA-15 


জাহাঙ্গীররনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য  বিভিন্ন ইউনিটে বিভিন্ন শর্ত পূরন করতে হয়। 


A ইউনিট[গণিত, পদার্থবিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অনুষদ]:

গণিত বিভাগে  ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় গণিত অংশে ন্যূনতম ৫০%, রসায়ন  বিভাগে ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় রসায়ন অংশে ন্যূনতম ৫০%, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং  বিভাগে ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞান অংশে পৃথকভাবে ন্যুনতম ৬০% এবং ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনােলজিতে  ভর্তির জন্য পদার্থবিজ্ঞান, গণিত ও আইসিটিতে পথকভাবে ন্যনতম ৫০% নম্বর পেতে হবে।

B ইউনিট[সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদ]:

 আইন ও বিচার বিভাগে ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় বাংলা ও ইংরেজি উভয় অংশে পৃথকভাবে ন্যুনতম ৬০% নম্বর পেতে হবে।

C ইউনিট[শিল্প ও মানবিক এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি অনুষদ ]:

বাংলা বিভাগে ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় ইংরেজি অংশে ৪০% এবং বাংলা অংশে  ৫০%, ইংরেজি বিভাগে ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় ইংরেজি অংশে  ৭০% Marks পেতে হবে, আন্তর্জাতিক সম্পর্ক  বিভাগে ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় আন্তর্জাতিক বিষয়াবলী অংশে, ৭০% নম্বর পেতে হবে, জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগে ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় বাংলা ও ইংরেজি অংশে পৃথকভাবে ৬০%, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগে ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় সাধারণ জ্ঞান ও বিভাগ সংশ্লিষ্ট অন্যান্য বিষয় ৬০% নম্বর পেতে হবে।

D ইউনিট [জীববিজ্ঞান অনুষদ]: 

ফার্মেসী, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান এবং মাইক্রোবায়ােলজি বিভাগে ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় রসায়ন ও জীববিজ্ঞান উভয় অংশে পৃথকভাবে  ৫০% নম্বর পেতে হবে।


E ইউনিট [ব্যবসা এবং ব্যবসায় প্রশাসন অনুষদ ]

বিবিএ তে ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় ইংরেজি ও গণিতে পৃথকভাবে ৪০% নম্বর পেতে হবে। 

(বিঃ দ্রঃ)

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্ন  IQ  আসে।

ভর্তির প্রবেশপত্র, ভর্তি পরীক্ষার  তারিখ সম্পর্কে  এখনো পর্যন্ত কিছু জানা  যাইনি। জানার সাথে সাথে  জানানো হবে

আসন সংখ্যা : 

এ ইউনিট:৪১০ টি

 বি ইউনিট:৩২৬ টি 

সি ইউনিট:৪৩৭

ডি ইউনিট:৩২০

ই ইউনিট:২০০

3 মন্তব্যসমূহ

নবীনতর পূর্বতন