বর্তমান চতুর্থ প্রজন্ম পেরিয়ে প্রায় পঞম প্রজন্মের কাছাকাছি।তাই ব্যবসা বানিজ্যের বিস্তৃত বেড়েছে চলেছে। দেশ থেকে দেশান্তরে ছড়িয়ে পড়ছে।আর এই ব্যবসার পরিসরে জন্য গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে ইন্টারনেট। ইন্টারনেট মাধ্যমে ওয়েবসাইট খোলে পণ্যের গুনাগুন সম্পর্কে পৃথিবীর প্রত্যক প্রান্তে ছড়িয়ে পড়ছে। আর ওয়েবসাইটে মাধ্যমে পন্যর কোয়ালিটি জানাতে প্রয়োজন কনটেন্ট মার্কেটিং। কনটেন্ট মার্কেটিং কি সেটা সম্পর্কে জানতে হলে আর্টিকেল টি আপনার সম্পুর্ণ মনোযোগ সহকারে পড়তে হবে। তাহলে চলুন আলোচনা শুরু করা যাক।
কনটেন্ট কি চেনেন তো? না চিনলে সমস্যা নাই।চলুন কনটেন্ট সাথে পরিচয় করে দেই।একটি ওয়েবসাইটে প্রবেশ করলে যে লেখা আসে সেটা কনটেন্ট। ওই ওয়েবসাইটে যে অডিও আসে সেটাও কনটেন্ট। আবার যে ভিডিও বা ছবি আসে সেটাও কনটেন্ট।
একটা ওয়েবসাইটের লেখা, অডিও, ছবি ও ভিডিও সবই কনটেন্ট। কনটেন্ট মার্কেটিং করতে হলে কনটেন্ট অবশ্যই সুন্দর ও চমৎকার হতে হবে।কনটেন্ট মার্কেটিং একটা কনটেন্টকে সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে ভিজিটরের সামনে উপস্থাপন করতে হবে। একটা কনটেন্ট যদি ইউনিক না হয় তাহলে জোর করে ভিজিটর পাওয়া যাবেনা। কনটেন্ট যত বেশি সুন্দর হবে ভিজিটর তত খাবে।
কনটেন্ট মার্কেটিং করতে হলে কনটেন্ট প্রতি গুরুত্ব দিতে হবে। কনটেন্ট মার্কেটিং হচ্ছে যে কনটেন্টকে সুন্দর ভাবে সুন্দর জায়গায় বসিয়ে অপটিমাইজেশন করা।কনটেন্টকে সুন্দরভাবে উপস্থাপন করে ওয়েবসাইটে আরো বেশি ভিজিটর আনা।
কনটেন্ট কোয়ালিটি সম্পন্ন হতে হবে। কনটেন্ট যদি কোয়ালিটি সম্পন্ন না হয় তাহলে ভিজিটর/ কাস্টমার বা অডিয়েন্স ওয়েবসাইটে আনতে পারবে না। কনটেন্ট মার্কেটিং মানে এই না যে কোন কনটেন্ট তৈরী করে অডিয়েন্সকে গেলানো।কনটেন্ট মার্কেটিং মানে আপনার কনটেন্ট অডিয়েন্স বা ভিজিটর খুজে নিবে।
কনটেন্ট অবশ্যই মানসম্মত হতে হবে।কনটেন্টের মনোযোগী হতে হবে যেন কনটেন্টে অডিয়েন্সের চাহিদা রয়েছে। অডিয়েন্সে পছন্দ না হলে লাখ লাখ টাকার কনটেন্ট মার্কেটিং করে কোন লাভ নাই।
ধরুন আপনার একটি ওয়েবসাইট আছে। সেখানে আপনি আর্টিকেল লিখবেন। কোন সম্পর্কে লিখবেন কোন সম্পর্কে লিখলে আপনার কনটেন্ট প্রমোট পাবে সেটা সম্পর্কে আপনার যথেষ্ট ধারণা থাকতে হবে। তা নাহলে কনটেন্ট প্রমোট পাবেনা।
এখন ধরুন আপনি ঠিক করলেন আর্টিকেল লিখবেন খেলাধুলা সম্পর্কে। খেলাধুলার প্রসঙ্গ অনেক বড়।তাহলে আপনি প্রসঙ্গ আপনি লিখবেন। বাংলাদেশের কোন খেলা জনপ্রিয়, কতগুলো দল আছে,কত ধরনের খেলা,কোন কোন প্লেয়ার আছে কার জনপ্রিয়তা বেশি ইত্যাদি সম্পর্কে লিখতে হবে।
কনটেন্ট লেখার আগে পূর্বপ্রস্তুতি দরকার যা আপনাকে পুরোদমে এগিয়ে যেতে সাহায্য করবে।লিখার সময় মুল টপিকে ফুকাস করতে হবে যে আপনাদের লেখা কোন ধরনের অডিয়েন্সের কাছে যাবে, ভাষা কেমন হবে, কোন দেশের মানুষের কাছে যাবে, কোন বয়সী ছেলে নাকি মেয়েদের কাছে যাবে,তারা কেমন লেখা পছন্দ করে সব মিলিয়ে পাঠকের পছন্দের সাথে মিল রেখে লিখতে হবে।সবাই আপনার লেখা পছন্দ করবেনা তারপর আপনার সবটুকু ভালোবাসা দিয়ে লিখতে হবে।
আপনার আর্টিকেল লেখা সুন্দর ও সাবলীল হতে হবে।সাধু ও চলিত ভাষা মিশ্রণ করা যাবেনা।পাঠক পড়তে ও বুঝতে কষ্ট হয় এমন লেখা দেওয়া যাবেনা।লেখার প্রত্যেকটি বানান শুদ্ধ হতে হবে।শুদ্ধ বানান লিখার জন্য দক্ষতা ও ভাষা সম্পর্কে গভীর ধারণা থাকতে হবে। অনেকের বানারের প্রতি অনীহা থাকে যার কারনে শুদ্ধ ভাবে লিখতে পারেনা।ছোট বেলা থেকেই তারা এগুলো এড়িয়ে যায়। বাক্যর সঠিক উচ্চারণ ব্যবহার করতে হবে। কোন বাক্য সন্দেহজনক মনে ডিকশিনারির থেকে দেখে ঠিক করে নিতে হবে। বানান ভুল হলে বাক্য অসঙ্গতিপূর্ণ হলে পাঠকের বুঝতে অসুবিধা হবে। তাহলে পাঠক কমে যাবে।
কনটেন্ট মার্কেটিংয়ের জন্য কনটেন্ট ওয়েবসাইটের প্রাণ বলা হয়।একট ওয়েবসাইটে কনটেন্ট যতট সুন্দর ও সাবলীল হবে পাঠক পড়ে সহজে বুঝতে পারবে তাহলে অডিয়েন্স বৃদ্ধি পাবে। কনটেন্ট যাতে পাঠকপ্রিয় হয় আলোচনার বিষয়বস্তুতে পরিণত হয় সেটা চেষ্টা করত হবে।
তাই কনটেন্ট মার্কেটিং করতে সময় চারপাশের পরিবেশ বুজে,সময় ও দেশের অবস্থা বুজে ট্রেন্ডিং ব্যপারগুলো মনোযোগ দিন সেগুলো লিখার চেষ্ট করুন।একজন লেখক তখনই সার্থক হয় যখন তার লেখা পাঠকের কাছে জনপ্রিয়তা পায়।তাই কনটেন্ট এমন লিখতে হবে যাতে করে পাঠকের মনে প্রভাব ফেলে। লেখাগুলো অবশ্যই বার বার করে চেক দিতে হবে কোথাও ভুল আছে কিনা অসঙ্গতিপূর্ণ কোন বাক্য আছে কিনা।আর আর্টিকেল লেখার নিয়মিত অভ্যাস করুন বই পত্রিকা ম্যাগাজিন নিয়েছে পড়ুন। ধন্যবাদ
Tags:
অনলাইন ইনকাম

সময়ের উপযোগী পোস্ট।
উত্তরমুছুনভাল
উত্তরমুছুনNice idea
উত্তরমুছুনnice idea
উত্তরমুছুনগুড
উত্তরমুছুনসুপার
উত্তরমুছুন