ঘরে বসে অনলাইনে ব্যবসার সেরা আইডিয়া

সবাই কেমন আছেন? আশা করি সবাই সৃষ্টিকর্তার অশেষ রহমতে ভালোই আছেন। আজকে আমি আপনাদের সাথে অনলাইন ব্যবসার অনেকগুলো আইডিয়া শেয়ার করব। যেগুলো আপনাদের জীবনের অর্থনৈতিক অবস্থা পরিবর্তন করতে  করবে ।তো চলুন শুরু করা যাক। 

অনলাইন ব্যবসার আইডিয়া
ঘরে বসে অনলাইনে আইডিয়া


ই-বুক 

বর্তমান যুগ অনলাইন নির্ভর হওয়ার কারণে মানুষ তার নিত্য প্রয়োজনীয় সব বিষয়গুলো সাধারণত অনলাইনে খুজে থাকে। আর এরই ধারাবাহিকতা বর্তমান মানুষজন তাদের পছন্দের বিভিন্ন ধরনের বই বিভিন্ন ধরনের লেখা অনলাইনে খুঁজে থাকে । 

তা আপনি চাইলে আপনার  পছন্দের বিষয়গুলোকে অনলাইনে লিখতে পারেন এবং সেগুলো ই-বুক আকারে বাজারে বিক্রি করতে পারেন। কারণ দেখা যাবে আপনার পছন্দের বিষয়গুলোই অন্যের ভালো লাগে যাবে।

কিন্তু অনলাইনে লেখালেখি করার সময় আপনাকে অবশ্যই একটি বিষয় সবচেয়ে বেশি মনোযোগ দিতে হবে যে বর্তমানে কোন বিষয়গুলো বাজারে বেশি চাহিদা রয়েছে।আপনি অবশ্যই  বেশি চাহিদা পূর্ণ বিষয়  থেকে যে কোন একটা বিষয় বেছে নিয়ে ই-বুক আকারে লিখবেন। 


এখন আপনি অবশ্যই ভাবছেন, যে আপনার এই লেখাগুলো আপনি কোন ধরনের অনলাইন  প্লাটফর্মে বিক্রি করতে পারবেন। আপনার লেখাগুলো বিক্রি করার জন্য বিভিন্ন প্রকারের  ওয়েবসাইট রয়েছে, তার মধ্যে  জনপ্রিয় সাইট হচ্ছে amazon.com, alibaba.com ইত্যাদি। 


অনলাইনে কোর্স  

বর্তমানে আমরা দেখতে পাচ্ছি  , চাইলে আপনিও বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে দেখতে পারবেন যে অনলাইন কোর্সের চাহিদা দিন দিন বেড়েই চলেছে।

 তাই আপনি এই বিষয়ে আগ্রহী হলে আপনাকে প্রথমে অনলাইন কোর্স তৈরি করার আগে একটা বিষয় বিশেষ সতর্ক থাকতে হবে সে বিষয়টা হচ্ছে যে ছাত্ররা অনলাইন কোর্সের কোন বিষয়গুলোর উপর সাধারণত বেশি আকর্ষিত হচ্ছে। এর পাশাপাশি আপনি অনলাইন কোর্স তৈরি করার জন্য আরেকটি বিষয় নজর দিবেন সেটি হচ্ছে যে কোর্সটি আপনি তৈরি করতে চাচ্ছেন সে কোর্সটির ওপর উপর যেন আপনার পর্যাপ্ত পরিমাণ জ্ঞান থাকে। আপনি যে কোর্সটির বিষয় সম্পর্কে লিখছেন সে কোর্সটির যে কোন চ্যাপ্টার সম্বন্ধে লেখা শুরু করার আগে ওই চ্যাপ্টার সম্বন্ধে বিষয়ভিত্তিক জ্ঞান নিজের মধ্যে সৃষ্টি করুন এবং এর সাথে সাথে আপনার নিজস্ব সৃজনশীলতা এর মধ্যে প্রয়োগ করুন। যাতে করে আপনি যাদের কাছে কোর্সটি বিক্রি করতে চাচ্ছেন তারা যেন আপনার কোর্স পড়েন নিজেদেরকে উপকৃত করতে পারে।  

এখন হয়তো আপনি খুবই চিন্তিত এ বিষয়টি ভেবে যে আপনার এই কোর্সগুলা আপনি কিভাবে অনলাইনে বিক্রি করবেন। এর জন্য সবচেয়ে সহজ উপায় হচ্ছে বিভিন্ন ফেসবুক গ্রুপ ,বিভিন্ন অনলাইন প্লাটফর্ম(রকমারি ডট কম) ,আপনার যদি নিজস্ব কোন ব্লক সাইট থাকে সে ব্লক সাইডে সহজেই বিক্রি করতে পারবেন। 

লক্ষণ একটি বিষয়  আপনি যে কোর্সটি তৈরি করেছেন সে কোর্সটির মূল্য অবশ্যই এই বইয়ের সঙ্গে প্রকাশ করে দিবেন।এর সাথে আরেকটি বিষয় নজর দিবেন সেটা হচ্ছে মূল্যটি যেন অবশ্যই সহজলভ্যের মধ্যে হয়ে থাকে।


ঘরে বসে অনলাইনে শিক্ষকতা 

বর্তমানে অনলাইনে শিক্ষকতা করা মাধ্যমে টাকা ইনকাম করা একটি জনপ্রিয় মাধ্যম।আর আপনি আরেকটি বিষয় জেনে খুশি হবেন যে আপনি চাইলে যে কোন বিষয়ের উপর অনলাইনে শিক্ষকতা করতে পারেন। হোক সেটা বাংলা, হোক সেটা ইংরেজি, অংক,  ফিজিক্স কেমিস্ট্রি, বায়োলজি ইত্যাদি ।

কিন্তু এই অনলাইন শিক্ষকতার ভেতরে আমরা সাধারণত একটি বিষয় লক্ষ্য করে থাকি। অনেকেই দেখা যায় যে, অনেকই বিষয় ভিত্তিক  পর্যাপ্ত জ্ঞান থাকা সত্ত্বেও বিভিন্ন জড়তার কারণে অনলাইনে শিক্ষাকতা  করতে চান না। বিশ্বাস করুন এখানে শিক্ষকতা করতে হলে আপনাকে শুধু ক্যামেরার সামনে দাঁড়িয়ে কথা বলা সাহস টুকু অর্জন করতে হবে। আর নিজের উপর অবশ্যই বিশ্বাস, 

তারপর  এখন দেয় আপনার দ্বারাই সম্ভব।

 আপনি হয়তো ভাবছেন অনলাইন শিক্ষকতা করতে হলে আপনাকে অনেক টাকা পয়সা খরচ করতে হবে। কিন্তু না এটা একদম ভুল চিন্তা চেতনা। এর জন্য আপনার দরকার শুধু আপনার নিজের ব্যবহার করা এন্ড্রয়েড ফোন। আর একটা ক্যামেরা স্ট্যান্ড যেটার দাম ৩-৪ হাজার টাকা হবে। আর প্রথমেই বলেছে নিজের উপর বিশ্বাস। 


ইউটিউবিং করে আয়

বর্তমান যুগ আপনি যখনই ঘরে বসে অনলাইন ইনকামের কথা চিন্তা করবে তখন অবশ্যই আপনাকে youtube এর কথা চিন্তা করতেই হবে। কেননা বর্তমান যুগে যে কোন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যে কোন ইনকামের ক্ষেত্রে ইউটিউব চ্যানেল হচ্ছে সবচেয়ে জনপ্রিয় মাধ্যমগুলোর মধ্যে অন্যতম। 

ইউটিউবের মাধ্যমে যদি আপনি ইনকাম করতে চান তাহলে আপনার ইউটিউব চ্যানেল টা মোটামুটি জনপ্রিয় হতে হবে এবং এর সাথে যাতে আপনার সাবস্ক্রাইব এর সংখ্যা থাকতে হবে। 


ওয়েব সাইটে মেম্বারসৃষ্টর মাধ্যমে

ওয়েব সাইটে মেম্বারদের মাধ্যমে আপনি অনলাইন ইনকাম করতে পারেন। এখানে ওয়েবসাইটের মেম্বার বলতে বোঝানো হচ্ছে মেম্বারশিপ সাইট তৈরি করা। আর মেম্বারশিপ সাইটের বিষয় হচ্ছে এখানে সদস্য পদ পেতে হলে আপনাকে অর্থ খরচ করতে হবে। 

সাইটগুলোতে যে বিষয়গুলো থাকে সেটা হচ্ছে বিভিন্ন ধরনের ই-বুক, বিভিন্ন ধরনের অনলাইন কোর্স,বিভিন্ন ধরনের আর্টিকেল ইত্যাদি বিষয়। 

প্রথমেই  আপনার এই সাইটটা জনপ্রিয় করতে হলে নতুন পাঠক যারা আছে তাদের জন্য কিছু বিষয়ে ফ্রি অথবা কিছুদিন ফ্রি পড়ার অনুমতি রাখতে পারেন। সেটা হতে পারে ৩০ দিনের জন্য , ১৫ দিনের জন্য।


ফটোবিক্রি

আমরা আমাদের চারপাশের অনেককেই দেখতে পাই যারা শখের বসে ফটোগ্রাফি করে থাকে। বিষয়টা কেমন হয় যখন আপনি জানতে পারবেন যে আপনার শখের ফটোগ্রাফি আপনার ইনকামের একটা পথে দাঁড়িয়েছে? তখন আপনি অবশ্যই চাবেন যে আপনি যে মানের ফটোগ্রাফার হয়েছেন সে মনের থেকে  আরেকটু বেটার ভাবে নিজেকে তৈরি করা। এইখানে আপনার সবচেয়ে সুবিধার বিষয় হছে,এই কাজ করার জন্য আপনারা একঘেয়েতা কাজ করবে না।

এখনো তো আপনি ভাবছেন যে আপনার ফটোগুলো  আপনি অনলাইনে কিভাবে বিক্রি করবেন। এর কোন চিন্তা নেই আপনি অনলাইন আপনারই ফটোগুলো বিক্রি করার জন্য বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম পেয়ে যাবেন তার মধ্যে, শাটার স্টক অন্যতম ওয়েবসাইট।


অনুবাদক 

আপনি যে কোন ভাষায় দক্ষ হলেই এই  কাজটি অনলাইনে করতে করতে পারেন। ইংরেজি আন্তর্জাতিক  ল্যাঙ্গুয়েজ হওয়ার জন্য  ইংরেজি ভাষায় দক্ষতা আর্জন করলেতো  কথাই নেই। কারণ আপনি অনলাইনে এরকম অনেক  ওয়েবসাইট পাবেন যেখানে অনুবাদক  জন্য ভালো অনুবাকের খোজ করার হচ্ছে। আপনি যে কোন একটি ভাষায় দক্ষ হতে পারেন তাহলে আপনি অবশ্যই এটা করে অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারবেন। 


কনটেন্ট রাইটার 

বর্তমানে বহু অনলাইন ওয়েবসাইট বা ওয়েব পেজ রয়েছে যেখানে কনটেন্ট লেখার জন্য কনটেন্ট রাইটারের প্রয়োজন হয়। আপনি যদি নিজেকে একটু মোটামুটি লেভেলের দক্ষ করে তুলতে পারেন কনটেন্ট রাইটারের দিকে তাহলে আপনি এখানে কনটেন্ট রাইটার এর  কাজ পেয়েও যেতে পারেন। 

আবার অনেকে আছে কনটেন্ট রাইটার বিষয়কে নিজের পেশা হিসেবে গ্রহণ করে তাদের সেক্টর টা একটু ভিন্ন। তারা নিজেদের ভিতর  একটা টিম করে কন্টেন্ট রাইটার কাজ করে। আপনি যদি পুরোপুরি পেশা হিসেবে নিতে চান তাহলে আপনি এরকম টিম করে কন্টেনেটের কাজ করতে পারেন।


অনলাইনে লাইব্রেরী 

বর্তমানে সবকিছু ইন্টারনেটের নির্ভর হওয়ার জন্য সবাই ইন্টারনেটে বইও খুঁজতে থাকে। ফলাফলে আপনি চাইলে অনলাইনে লাইব্রেরী  গড়ে তুলতে পারেন। 

আপনি অনলাইনে লাইব্রেরী এর মাধ্যমে যে সেবাগুলো প্রদান করার ফলে টাকা ইনকাম করতে পারেন সেই সেবাগুলো  হচ্ছে । 

আপনি আপনার লাইব্রেরীতে বিভিন্ন রকমের পছন্দের বই এবং যারা আপনার লাইব্রের ভিজিট করবে তাদেরকে নাম মূল্য মাত্র সেই বইগুলো পড়ার সুযোগ দিবেন  । এতে আপনার অনলাইন লাইব্রেরী জনপ্রিয়তা লাভ করবে সাথে সাথে আপনি ইনকাম করতে পারবেন। আপনি আপনার বইগুলোকে ই-বুক অথবা পিডিএফ এর মাধ্যমে আপনার গ্রাহকের কাছে কাছে সেল করতে পারবেন। 

আপনি অনলাইন লাইব্রেরীর মাধ্যমে আপনার অনলাইন বুক গুলোকে গ্রাহকের কাছে হোম হোম ডেলিভারি করার মাধ্যমেও ইনকাম করতে পারবেন। 


ভার্চুয়ালের মাধ্যমে সহকারি নিয়োগ 

বর্তমানে অনেক অফিস আছে যারা তাদের গ্রাহককে সব সময় সেবা প্রদান করার জন্য অনেক সময় অফিসে কাজে ভার্চুয়াল সহকারি নিয়োগ দিয়ে থাকে।

আপনি হয়তো ভাবছেন এটা আবার কিভাবে সম্ভব? চলুন একটা উদাহরণ দেওয়া যাক ।

ধরুন নেদারল্যান্ডের একটা কোম্পানি,তারা সারা দিন  রাতে ২৪ ঘন্টায় সেবা দিতে চায়। কিন্তু দিনের শিফটে তার দেশের লোকজন কাজ করবে ।আর রাতের শিফটে বিশ্রামের যাবে এটাই স্বাভাবিক নিয়ম। তখন  রাতের শিফটে অফিসকে চালু রাখার জন্য এশিয়া মহাদেশের লোকজনকে তার অনলাইনে অফিস সহকারী হিসেবে নিয়োগ দিয়ে থাকে। 


ডাটা এন্টি 

অনেক বড় বড় কোম্পানি রয়েছে যারা তাদের ডাটা এন্ট্রি করার জন্য বিভিন্ন লোক নিয়োগ দিয়ে থাকে। এবং আপনি যদি একটু ভালো মানের কম্পিউটার চালাতে পারেন তাহলে আপনি ডাটা এন্ট এ কাজটা সফল হবে করতে পারবেন। 


ড্রপশিপিং 

বর্তমানে ড্রপশিপিং ব্যবসাটা অনলাইনে দেখা জনপ্রিয় ব্যবসার  মধ্যে অন্যতম। এখানে আপনাকে অল্প কিছু টাকা খরচ করতে হবে।আপনাকে  প্রথমে ওয়েবসাইট তৈরি করতে হবে। সেই ওয়েবসাইটের মাধ্যমে অন্য কোন কোম্পানি অর্ডার নিয়ে আপনার ওই ওয়েবসাইটের মাধ্যমে বিক্রি করতে হবে । 

সুবিধাজনক বিষয়টা হলো  আপনি যখন  অর্ডার নেবেন  প্রথমত আপনাকে সে অর্ডারের জন্য কোন টাকায় পরিষধ  করতে হবে না। 


অ্যাফিলিয়েটিং মার্কেটিং

বর্তমান অনলাইন জগতে এফিলিটি  মার্কেটিং এর মাধ্যমে আপনি অনেক টাকায় ইনকাম করতে পারেন। 

এটা আপনি করতে পারেন  আপনার নিজের ওয়েবসাইট ,ইউটিউ এর মাধ্যমে  ,নিজের ফেসবুক গ্রুপ মাধ্যমে করতে পারবেন ।সবচেয়ে বড় কথা হচ্ছে এটা করার সময় আপনার ইনভেস্টমেন্ট করতে হবে না। 


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন