আসসালামলাইকুম কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালই আছেন। আজকের অনলাইন ব্যবসার আইডিয়াগুলো আমার মোবাইল ব্যবহারকারী প্রিয় বন্ধুদের জন্য। অর্থাৎ যারা দীর্ঘক্ষণ মোবাইল ব্যবহার করতে ভালোবাসে।
![]() |
| মোবাইলে অনলাইন ইনকাম |
ফেসবুকের ই কমার্স
আমার যে সব বন্ধুরা দীর্ঘ সময় মোবাইল ব্যবহার করেন। এই দীর্ঘ সময় মোবাইল ব্যবহার করার অন্যতম কারণ হচ্ছে ফেসবুক। আপনি চাইলে আপনার ফেসবুক ব্যবহারের মাধ্যমে ভালো মানের সেলারি ইনকাম করতে পারেন।
ফেসবুকের মাধ্যমে ইনকাম করতেন আপনার যে যে বিষয়গুলো করতে হবে। প্রথমে আপনি ফেসবুক একটা ই-কমার্স সাইট খুলতে পারেন সেটা হতে পারে আপনার ফেসবুকে পেজ অথবা আপনার ফেসবুক আইডিটা কে প্রফেশনাল অন করা। আপনি সারাদিনে বিভিন্ন রিলস ভিডিও, বিভিন্ন পোস্ট,আপনার ভালো লাগার জন্য বিভিন্ন ফানি ভিডিও তৈরি,অথবা পেজের জন্য স্পেশালি কোন ভিডিও তৈরি করে আপনার ফেসবুক পেজ অথবা আপনার আইডিতে আপলোড করবেন আপলোড করবেন।
এভাবে প্রতিনিয়ত আপলোড করতে থাকলে একটা সময় আপনার পেজ অথবা আইডি মনিটেরাইজেশন অন হয়ে যাবে। তখন সেখান থেকে আপনি ইনকাম করতে পারবেন। এখানে বলে রাখা ভালো যে,প্রথমেই আপনি ফলোয়ার অথবা ভিউস আপনার আসা অনুরুপ পাবেন, কিন্তু এতে করে হতাশ হওয়া যাবে না।
মোবাইল ব্যাংকিং
বর্তমানে টাকা এক জায়গা থেকে অন্য জায়গায় আনা নেওয়া করার জন্য মোবাইল ব্যাংকিং হচ্ছে সবচেয়ে জনপ্রিয় মাধ্যমের মধ্যে একটি।
মোবাইল ব্যাংকিং গুলোর মধ্যে রয়েছে বিকাশ ,রকেট ,নগদ ,উপায় ।
মোবাইল ব্যাংকিং শুরু করার জন্য আপনার কাজ হবে এই ধরনের প্রতিষ্ঠানের এজেন্ট হিসাবে কাজ করা।
আপনি হয়তো ভাবছেন যে আপনার এই ব্যবসা ক্রেতা হবে কারা আর আপনি কোন অঞ্চলেই এজেন্ট হিসেবে কাজ করবেন। বর্তমানে এই ব্যাংকিং যে পরিমাণ বৃদ্ধি পেয়েছে তাতে দেখা যাচ্ছে আপনার সমাজের সব সবস্তরের লোকজনই এই ব্যাংকের গ্রাহক হবে। আর আপনি সাধারণত জনবহুল কোন স্থান যেমন বাজার,রাস্তার মোড়ে,বিভিন্ন কলেজ,ইউনিভার্সিটি ভেতরে এজেন্ট হিসেবে কাজ শুরু করলে খুব দ্রুতই আপনি মোবাইল ব্যাংকের মাধ্যমে সফলতা লাভ করবেন।
ইউটিউব
বর্তমান যুগে আপনি চাইলে আপনার মোবাইল দিয়ে ইউটিউবিং করতে পারেন। আজকের যুগের এই মোবাইল এত শক্তিশালী করা হয়েছে যে,মোবাইল দ্বারা ভিডিও এডিট,ভিডিও করা এসব খুব সহজেই করতে পারবেন।
ইউটিউব থেকে মোবাইলে ইনকাম করার জন্য যে বিষয়গুলো আপনার ইউটিউব চ্যানেলের জন্য জরুরী সেগুলো হলো আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা,ভিউস বৃদ্ধি করা। তখন দেখবেন আপনার চ্যানেলের মনিটাইজেশন ওয়ান হয়েগেছে।
আপনি হয়তো এখন ভাবছেন যে আপনি ইউটিউবে কি নিয়ে ভিডিও তৈরি করবেন।
ইউটিউবে যে কোন বিষয় নিয়ে ভিডিও তৈরি করে আপলোড করতে পারেন। বর্তমানে যে কোন বিষয়ের উপর ভিডিও ইউটিউবে সার্চ করা হয়।
ফ্রিল্যান্সিং করে
ফ্রিল্যান্সিং কথার অর্থ হচ্ছে মুক্ত পেশা। স্বাধীনভাবে নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে যখন আপনি অর্থ উপার্জন করবেন তখন আপনার সেই উপার্জন করাকে বলে ফ্রিল্যান্সিং। আপনি আপনার মোবাইল দিয়ে বিভিন্ন ওয়েবসাইটে ফ্রিল্যান্স করতে পারেন। ফ্রিল্যান্সিং করার জন্য আপনি ইন্টারনেটে বিভিন্ন ধরনের ওয়েবসাইট পেয়েও যাবেন। আপনারা কাজকে আরো সামনে দিকে এগিয়ে নেওয়ার জন্য আপনার দরকার নিজস্ব দক্ষতা।
এখন আপনি হয়তো ভাবছেন যে আপনি মোবাইল দিয়ে কি বিষয়ে ফ্রিল্যান্সিং করতে পারেন। চলুন এ বিষয়ে আপনার কিছু আইডিয়া দেওয়া যাক যে কোন কোন বিষয়ে আপনি ফ্রিল্যান্সিং করবেন।
যেমন :কনটেন্ট রাইটিং, ট্রান্সলেশন, কপিরাইটিং ব্লগ, কমেন্টিং ফোরাম, পোস্টিং, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, প্রুফরিডিং প্রডাক্ট, ডেসক্রিপশন রাইটিং ট্রান্সক্রিপশন, ইত্যাদি
ফটো ও ভিডিও
আপনার মোবাইলে রেজুলেশন সিস্টেম টা যদি একটু উন্নত মানের হয় তাহলে আপনি ফটো ও ভিডিও বিক্রি করে অনেক টাকা ইনকাম করতে পারবেন। ফটো ভিডিও বিক্রি করার জন্য আপনার বিভিন্ন ওয়েবসাইটে একাউন্ট খুলতে হবে। তারপর সেখানে আপনার সুন্দর তোলা সুন্দর সুন্দর ছবি এবং সুন্দর সুন্দর ইডিট করা ভিডিও গুলো আপলোড করতে হবে।
এখন আপনি হয়তো ভাবছেন যে কোন ধরনের ওয়েবসাইটগুলোতে আপনি আপনার তোলা ছবি এবং ভিডিও গুলো বিক্রি করতে পারবেন। চলুন সে ধরনের ওয়েবসাইটের নাম আপনাকে বলে দিচ্ছি। যেমন:শাটারস্টক,ফোপ, আইএম, স্ন্যাপওয়্যার, ড্রিমসটাইম ইত্যাদি ওয়েবসাইট
টিউশনি করিয়ে
বর্তমান শিক্ষা অনলাইন ব্যবহার হওয়ার কারণে আপনি মোবাইল দিয়ে অনলাইনে শিক্ষকতা করতে পারবেন। অনলাইন শিক্ষকতা করার জন্য আপনার দরকার যেকোনো একটা বিষয়ের উপর দক্ষতার সাথে বিষয়ভিত্তিক জ্ঞান। আর নিজের উপর আত্মবিশ্বাস রাখা।
আপনি অনলাইনে শিক্ষকতার পাশাপাশি বিভিন্ন কোর্স তৈরি করে সেগুলো বিক্রি করতে পারবেন।
অনলাইন ডেলিভারি
বর্তমানে বাংলাদেশে অনলাইন নির্ভর শপিংব্যবস্থা খুব বেশি বেড়ে গিয়েছে। যে ধরনের কোম্পানি গুলো অনলাইনে শপিং ব্যবস্থা চালু করছে, তারা তাদের পণ্যগুলো সবার কাছে হোম সার্ভিস প্রদান করার জন্য বিভিন্ন জায়গায় এজেন্ট নিয়োগ দিয়ে থাকে। আপনার যদি একটা ভালো ফোন থাকে তাহলে আপনি এরকম বিভিন্ন অনলাইন শপের হোম সার্ভিস এজেন্ট হিসেবে কাজ করতে পারেন।
অনলাইনে রাইট শেয়ার
আজকের যুগে অনলাইনে রাইট শেয়ার একটা জনপ্রিয় ইনকামের উপায়। একটা ভালো ফোন আর ভালো একটা যানবাহন থাকে তাহলে আপনি এখানে আরামসে কাজ করতে পারবেন। এখানে প্রক্রিয়াটা হচ্ছে,যেসব ব্যক্তিরা রাইট খোঁজেন তারা সাধারণত একটা অ্যাপসের মাধ্যমে খুঁজে থাকেন। আর তেমনি আপনার কাজ হল আপনার ফোনের মাধ্যমে ওই অ্যাপর সাথে যুক্ত হয়ে থাকা।
অ্যাপস ইনস্টল করে
মোবাইল দিয়ে আপনি বিভিন্ন অনলাইন অ্যাপস ইন্সটল করে টাকা ইনকাম করতে পারবেন। কারণ বর্তমানে অনেক অ্যাপস রয়েছে যেখানে মোবাইল দিয়ে হালকা একটু কাজ করলেই আপনি টাকা ইনকাম করতে পারবেন। এটা অবশ্য আপনাকে সেভাবে সাফল্য না করলেও আপনার হাত খোঁজার টাকা হয়ে যাবে।
পুরাতন পণ্য অনলাইন বিক্রি করে
আপনি অনলাইনে পুরাতন পণ্যের বিজ্ঞাপন দিয়ে ,সে পণ্যগুলো বিক্রি করে টাকা ইনকাম করতে পারবেন। আপনি হয়ত ভাবছেন যে অনলাইনে কোথায় বিজ্ঞাপন দিবেন। এই অনলাইনে বিজ্ঞাপন দেওয়ার জন্য বিভিন্ন ওয়েবসাইট রয়েছে এর মধ্যে bikroy.com অন্যতম । আবার আপনি চাইলে আপনার ব্যবহারকৃত ফেসবুক এবং আপনার ব্যবহার করার বিভিন্ন গ্রুপেও পুরাতন পনের বিজ্ঞাপন দিতে পারেন।
instagram এর মাধ্যমে
বর্তমানে মোবাইল অনলাইন এর মাধ্যমে টাকা ইনকাম করার জন্য instagram একটা জনপ্রিয় মাধ্যম ।এখানে শুধু আপনার কাজ হবে একটা বিশেষ বিষয়ের উপর আইডিটা খোলা ।সেই বিশেষ বিষয়ে হতে পারে আপনার রান্নার ভিডিও,বিভিন্ন বিষয়ের ওপর টিপস এর ভিডিও। এর সাথে ওই বিষয়ের উপর প্রতিনিয়ত ভিডিও পোস্ট করা।
