স্টুডেন্ট অনলাইন ইনকাম

বর্তমান যুগ অনলাইনে নির্ভর হওয়ার কারণে স্টুডেন্টরা চাইলে অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার ইনকাম করতে পারেন।

অনলাইনে ইনকাম
শিক্ষার্থীদের অনলাইনে ইনকাম


ছবি বিক্রি করে 

আপনাদের মাঝে অনেক শিক্ষার্থী রয়েছে যারা ছবি তুলতে খুব ভালোবাসে। অবসর সময় পেলে বিভিন্ন জায়গায় ঘুরতে যাবে সঙ্গে সঙ্গে ছবি তুলে। ছবিগুলো খুব সুন্দর মানসম্পন্ন হয় ।

যেসব শিক্ষার্থী এরকম ছবি তোলে তারা চাইলে এসব অবসর সময় তোলা ছবি বিক্রি করে টাকা ইনকাম করতে পারে। 

এই ছবিগুলো বিক্রি করার জন্য তেমন বেশি কিছু করতে হবে না। কিছু অনলাইন প্লাটফর্ম রয়েছে যেখানে একটা একাউন্ট খুলবেন এবং আপনার তোলা সুন্দর সুন্দর ছবিগুলো আপলোড করবেন। 

আপনি এত ভাবছেন যে কোন ধরনের স্ট্যাটাস ছবি বিক্রি করতে পারবেন চলুন, আপনাকে কিছুনামকরা ওয়েব স্যারের নাম বলি এডোবি স্টক শাটার স্টপ।।আরো অনেক ধরনের এরকম ওয়েবসাইট রয়েছে। 

আসুন এখানে টাকার অংক সম্পর্কে আপনাকে ধারণা দেই। মনে করেন আপনার একটা ছবির মূল্য পয়েন্ট ৫০ ডলার,আপনার তোলা ছবির মধ্যে যদি একদিন দুইটা ছবি বিক্রি হয়। তাহলে আপনার ইনকাম হবে এক ডলার। যেটা বাংলাদেশী টাকায় ১১০ টাকার সমান। এখন আপনি চিন্তা করে দেখেন এই ছবি বিক্রি করে আপনি কত ভালো মানে একটা ইনকাম করতে পারছেন। তাও আবার এই কাজ আপনার একঘেয়েমি নেতা আসবে না। কারণ এটা আপনি শখের বসে করছেন। 


অনলাইনে টিউটর 

অনলাইনে এখন অনেক ওয়েবসাইট রয়েছে, অনেক কোচিং সেন্টার রয়েছে।যেখানে  অনলাইনে শিক্ষার্থীদের শিক্ষা প্রদান করার জন্য টিউটর খুঁজছে। আপনি কোন একটা সাবজেক্টে ভালো জ্ঞান তাহলে,এরকম কোন ওয়েবসাইটে বা কোন অনলাইন কোচিং সেন্টারে ভালো ইনকামের  টিউশনি করাতে পারবেন। 

অনলাইন টিউশনিতে আপনার বিষয়ভিত্তিক  সৃজনশীলতা মিক্সড করে শিক্ষার্থীদের ভালো মানের শিক্ষা প্রদান করতে সবসময় সচেষ্ট থাকতে হবে । তাহলে এর ফল আপনার জনপ্রিয়তা ও বাড়বে। যে জনপ্রিয়তা আপনি পরবর্তীতে অন্য কোন কাজে অবশ্যই ব্যবহার করতে পারবেন। এতে করে দেখা যাবে যে আপনার ইনকামের আরেকটা পথ বের হবে। 


ফ্রিল্যান্সিং করে 

বর্তমান যুগে শিক্ষার্থীদের অবসর সময়ের পাশাপাশি অনলাইনে ইনকাম করার জন্য সবচেয়ে ভালো উপায় মধ্যে একটি হচ্ছে ফ্রিল্যান্সিং করা। এর সবচেয়ে বড় কারণ হচ্ছে এখানে কাজ করার জন্য আপনার ধরা বাধা কোন নিয়ম নেই। যেটা সাধারণত কর্পোট লেভেলে হয়ে থাকে।কারণ কর্পোট লেভেলে প্রতিদিন আটা টু পাঁচটা কাজ করতে হয়। 

অনলাইনে শিক্ষার্থীদের জন্যবিভিন্ন ধরনের ফ্রিল্যান্সিং পেশা রয়েছে।

এগুলোর মধ্যে অন্যতম হচ্ছে আর্টিকেল রাইটিং, কন্টেন্ট রাইটিং, ইউটিউবিং,গ্রাফিক ডিজাইনিং,ডিজিটাল মার্কেটিং ইত্যাদি।

এই কাজ করার জন্য যে প্ল্যাটফর্ম গুলো রয়েছে তার মধ্যে অন্যতম প্লাটফর্ম গুলো হচ্ছে,

Fiverr.com, Guru.com ,Peopleperhour.com, Freelancer.com, Upwork.com

আপনি যদি ফ্রিল্যান্সিং বিষয়ে কোন একটা নিজেকে দক্ষ করে গড়ে তুলতে পারেন তাহলে আপনি পড়াশোনার পাশাপাশি আপনারা অবসর সময়টাকে কাজে লাগিয়ে একটা ভালো মানে ইনকাম করতে পারবেন। 


অ্যাফিলিয়েটিং মার্কেটিং

বর্তমানে অনলাইনে টাকা ইনকাম করার দিক দিয়ে শিক্ষার্থীদের জন্য অ্যাফিলিয়েটিং মার্কেটিং একটা ভালো উপায়। অ্যাফিলিয়েটিং-এ মার্কেটিং এর মূল কাজটা হচ্ছে বিভিন্ন বড় বড় অনলাইন কোম্পানির হয়ে পণ্য বিক্রি করা।অর্থাৎ বড় বড় অনলাইন কোম্পানিগুলো আপনার মাধ্যমে তাদের পণ্যগুলোর বিক্রি এবং প্রচার-প্রসার  বাড়াতে চায়। আপনি যদি এই কাজটা করতে পারেন তাহলে তারা আপনাকে একটা পার্সেন্টেজ দেবে। 

এখন আপনি  ভাবছেন যে আপনি  অ্যাফিলিয়েটিং মার্কেটিং এর সুযোগ আপনি কিভাবে পাবেন? অনলাইন অনেক বড় বড় কোম্পানি রয়েছে। যারা এই এফিলিটি মার্কেটিং করার জন্য লোক নিয়োগ দিচ্ছে। আপনার কাজ হবে সেখানে সিভি ড্রপ করা। 


ইউটিউভিং 

বর্তমান শিক্ষার্থীরা চাইলে ইউটিউব এর মাধ্যমে অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারে। যদিও ইউটিউবে টাকা ইনকাম করাটা একটু কঠিন। কেননা এখানে অন্যান্য তুলনায় প্রতিযোগিতার হার বেশি। এরপরও কিছুদিন একটু লেগে থাকলে আপনি সফল হবেনই। এর জন্য প্রথমে আপনার একটা  youtube চ্যানেল থাকতে হবে,  চ্যানেলটিকে জনপ্রিয় করার জন্য ওয়াচ টাইম এবং সাবস্ক্রাইবার বাড়াতে হবে। 

আপনি এখন ভাবছেন যে ইউটিউব আপনি কোন ধরনের ভিডিও আপলোড করবেন,অথবা আপনার একটা চ্যানেল বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করবেন কিনা। এর জন্য আমাদের পরামর্শ হলো,আপনি আপনার ইউটিউব চ্যানেলে একই ধরনের ভিডিও পোস্ট করতে চেষ্টা করবেন। সেটা যদি হয় খেলার তাহলে খেলার ভিডিও,  সেটা যদি হয় নিউজ পোর্টাল তাহলে নিউজ পোর্টাল। 


আর্টিকেল লিখে

অনলাইনে আর্টিকেল লিখে আপনি খুব সহজে টাকা ইনকাম করতে পারবেন। বর্তমানে অনেক অনলাইন ওয়েবসাইট আছে যাদের বিভিন্ন ধরনের আর্টিক্যাল দরকার তাদের ওয়েবসাইটে পাবলিস্ট করার জন্য।

 এরি ধারাবাহিকতায় তারা আর্টিকেলের জন্য বিভিন্ন লোক নিয়োগ দিচ্ছে। আপনি  সেখানে আবেদন করে নিযুক্ত হয়ে টাকা ইনকাম করতে পারেন। 

এজন্য আপনাকে শুধু অনলাইনে আর্টিকেল লেখার জন্য একটা অ্যাকাউন্ট খুলতে হবে। 


কোর্স তৈরি 

আপনি চাইলে অনলাইনে কোর্স তৈরির ব্যবসা করতে পারেন। এর জন্য আপনাকে যে কোন একটা কোর্সে অবশ্যই ভালো হতে হবে। এখন আপনি তো অবশ্যই ভাবছেন যে কিভাবে আমি এই কাজগুলো করব। 


ধরুন বর্তমানে শিক্ষার্থীর চাহিদা হচ্ছে ইংরেজি। আপনিও ইংরেজিতে ভালো। এখন আপনি ইংরেজির বিভিন্ন বিষয় যেমন টেন্স, ভয়েস, সেন্টেন্স, এসব বিষয়ের ওপর নিজের সৃজনশীলতা প্রয়োগ করে একটা পিডিএফ তৈরি করলেন ।পিডিএফ এর একটা সহজলভ্য মূল্য ধরে অনলাইনে বিজ্ঞাপন দিলেন। তখন অনেক শিক্ষার্থী আপনারে কোর্সের পতি আগ্রহ দেখেয়ি কিনে নেবে। 


ফেসবুকে 

অনেক শিক্ষার্থী রয়েছে যারা অবসর সময় ফেসবুকিং করতে ভালোবাসে। এ ধরনের শিক্ষার্থীরা যদি ফেসবুক একটা পেজ খুলো অথবা তার নিজস্ব ফেসবুক আইডির প্রফেশনাল মোট অন করে, সেখানে নিত্য প্রয়োজনীয় কিছু ভিডিও ,অথবা  ফেসবুকিং করার সময় শখের বসে কিছু ভিডিও তৈরি করে তার facebook পেজে অথবা তার আইডিতে আপলোড করতে থাকে। এর ফলে যখন তার ওয়াচ টাইম ও ফলোয়ার বৃদ্ধি পাবে ।তখন দেখা যাবে যে তার ফেসবুক পেজ এবং আইডিটা মনিটারেজেসং অন হয়ে গেছে।  তখন এর মাধ্যমে শিক্ষার্থীরা ভালো মানের ইনকাম করতে পারবে। 


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন