![]() |
তাশাহুদ ( السَّلامُ)
التَّحِيَّاتُ لِلَّهِ وَالصَّلَوَاتُ وَالطَّيِّبَاتُ ، علَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ ، السَّلَامُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللهِ الصَّالِحِينَ ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا
عَبْدُهُ وَرَسُولُهُ
বাংলা উচ্চারণঃ
আত্তাহিয়্যাতু লিল্লাহি ওয়াস্ সালাওয়াতু, ওয়াত্ তাইয়িবাতু। আস্সালামু ‘আলাইকা আইয়্যুহান নাবীয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আস্সালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস্ সলিহীন। আশহাদু আল-লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আননা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসুলুহু।
বাংলা অর্থঃ
আমাদের সকল সালাম , শ্রদ্ধা, সব , নামায এবং সকল প্রশংসা একমাত্র আল্লাহতাল উদ্দেশ্যে। হে নবী, আপনাকে সালাম প্রদান করছি ,এবং এর সঙ্গে এটাও বলছি যে আল্লাহর রহমত এবং অনুগ্রহিত হোক আপনার উপর এবং এর সাথে আমাদের ওপর ও আল্লাহ সকল অনুগত বান্দাদের ওপর আল্লাহ রহমত এবং অনুগ্রহ নাযিল হউক। আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া (ইবাদাতের যোগ্য)কোন ইলাহ নেই ,তার সঙ্গে আরও সাক্ষ্য দিচ্ছি যে, হযরত মুহাম্মাদ সা. আল্লাহর বান্দা এবং রাসূল।
সূরা ফাতিহা বাংলা উচ্চারণ অর্থসহ
তাশাহুদ পড়ার নিয়ম
নামাজের মধ্যে দুই সিজার মধ্যে যে বৈঠকে বসা হয় তখন তাশাহুদ পড়তে হয়। তাশাহুদ পড়ার সময় যখন আশ্বাদু আল্লাহু লা ইলাহা পর্যন্ত পৌঁছাবে তখন শাহাদাত আঙ্গুল উপরের দিকে তুলে ইশারা করবে । ইল্লাল্লাহ বলার পর আঙ্গুল নিচের দিকে নামিয়ে নেবে এবং অন্যান্য আঙ্গুল আপন অবস্থায় থাকবে।
