ক্ষুদ্র ব্যবসা কি? ক্ষুদ্র ব্যবসার ৫টি আইডিয়া

ক্ষুদ্র ব্যবসার ৫ আইডিয়া

ক্ষুদ্র ব্যবসার ৫ আইডিয়া

আসসালামু আলাইকুম আশা করি আপনি ভালো আছেন।দেশী টিপস ব্লগ সাইটে আপনাকে স্বাগতম । আজকে আমি আপনাকে জানানোর চেষ্টা করব ক্ষুদ্র ব্যবসার আইডিয়া সম্পর্কে ।ক্ষুদ্র ব্যবসার  আইডিয়া সম্পর্কে জানতে  হলে প্রথমে জানতে হবে ক্ষুদ্র ব্যবসা কাকে বলে। যে ব্যবসায় ক্ষুদ্র মূলধন স্বল্প পরিসরে একবার একাধিক শ্রমিক  নিয়ে গঠিত হয় থেকে ক্ষুদ্র ব্যবসা বলে । ক্ষুদ্র ব্যবসার যে কোন স্থানে করতে পারবেন গ্রাম বা শহরে।আপনি চাইলে ঘরে বসে নিজ  বা পরিবারের সদস্য নিয়ে ক্ষুদ্র ব্যবসা করতে পারেন ।ক্ষুদ্র  ব্যবসা করার জন্য আপনার সামান্য পরিমাণ মূলধন  লাগবে। ক্ষুদ্র ব্যবসায় অল্প মূলধনে বেশি লাভ। এই ব্যবসায়  পরিশ্রম ও মেধা খাটিয়ে অধিক  পরিমাণ টাকা আয় করার সুযোগ রয়েছে। এখন আমি আপনাকে  জানাতে চেষ্টা করব ক্ষুদ্র ব্যবসার পাঁচটি আইডিয়া।ক্ষুদ্র ব্যবসার আইডিটা  সম্পর্কে জানতে হলে আপনাকে ধৈর্য সহকারে পোস্টটি পড়তে হবে। দয়া করে পোস্টটি সম্পন্ন মনোযোগ সহকার পড়বেন তাহলে আপনি ক্ষুদ্র ব্যবসার আইডিটা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।তাহলে আর দেরি কেন  চলুন শুরু করা যাক। 

১.পুরনো জিনিসপত্রের ব্যবসা:

আপনি চাইলে ঘরে বসে পুরনো জিনিসপত্রের ব্যবসা করতে পারেন। পুরনো জিনিসপত্র বিভিন্ন স্থানে ঘুরে বা অনলাইন থেকে ক্রয় করে সামান্য পরিমাণ লাভে বিক্রয় করতে পারেন। তাছাড়াও আপনি অনলাইনে বিভিন্ন ধরনের সাইট আছে সেসব সাইট থেকে পুরনো জিনিসপত্র কিনে কাস্টমাইজ করে অধিক মুনাফায় বিক্রি করতে পারেন। দেশের বিভিন্ন ফেসবুক গ্রুপ রয়েছে এ সকল গ্রুপে পুরাতন জিনিসপত্র ক্রয়  বিক্রয় করা হয়।এছাড়াও বাংলাদেশি বিভিন্ন সাইট রয়েছে যেমন bikroy.com, buysell.com. এইসব ওয়েবসাইটেও বিভিন্ন ধরনের পুরাতন জিনিসপত্র ক্রয়-ও বিক্রয় করা যায়। আপনাকে প্রথমে ভালো করে অভিজ্ঞতা অর্জন করতে হবে কোন জিনিসটা ক্রয় করলে আপনি অধিক মুনাফায় বিক্রি করতে পারবেন। কোন জিনিসের চাহিদা রয়েছে এসব জিনিস আপনাকে মার্কেট রিসার্চ করে বের করতে হবে। আপনি যখন সম্পূর্ণরূপে অভিজ্ঞতা অর্জন করতে পারবেন তখনই আপনি পুরাতন জিনিসপত্র ক্রয়  বিক্রয় করে অধিক টাকা আয় করতে পারবেন। 

২.ফুল ও নার্সারির ব্যবসা:

দ্বিতীয় নম্বরে ক্ষুদ্র ব্যবসার যে আইডিয়া নিয়ে আলোচনা করবে সেই আইডিয়া  হল ফুল ও নার্সারী ব্যবসা।আপনার বাড়ির পাশে সামান্য পরিমাণ  জমি থাকলে আপনি ফুল ও নার্সারির ব্যবসা করতে পারেন। এছাড়াও আপনি বাড়ির ছাদে ফুল ও নার্সারি  ব্যবসা করতে পারবেন। আপনি বিভিন্ন ধরনের বীজ সংগ্রহ করে বাড়ির পাশের জমিতে মাটি তৈরি করে নার্সারির ব্যবসা শুরু করতে পারেন। তার জন্য আপনজন হবে আপনার কিছু প্রশিক্ষণ এ সমস্ত প্রশিক্ষণ আপনি ইউটিউব দেখে শিখে নিতে পারেন। বর্তমান সময়ের নার্সারি ব্যবসা খুবই জনপ্রিয় একটি ব্যবসা। নার্সারি করে অনলাইনে অফলাইনে গাছের চারা ও ফুল বিক্রি করা যায়। আপনি যদি ভাল মানের গাছের চারা  ও ফুল উৎপাদন করতে পারেন। তাহলে আপনি নার্সারি ফুলের ব্যবসা করে মোটামুটি মাসে ভালো টাকা ইনকাম করতে পারবেন। তো আপনি যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ নিয়ে সরকারি সহায়তার মাধ্যম বড় আকারে নার্সারি  ব্যবসা করতে পারবেন।

৯টি গ্রামের অনলাইন ব্যবসা আইডিয়া

৩.সবজির ব্যবসার আইডিয়া 

সবজির ব্যবসার আইডিয়া
 সবজির ব্যবসার আইডিয়া


তিন নম্বরে যে ব্যবসার আইডিয়া নিয়ে আলোচনা করব সেই আইডিয়া হলো সবজির ব্যবসার আইডিয়া।বর্তমানে সবচেয়ে জনপ্রিয় একটি ব্যবসার আইডিয়া হল সবজির ব্যবসায়।আপনি যদি ক্ষুদ্র মূলধন নিয়ে ব্যবসা করে প্রতিষ্ঠিত হতে চান তাহলে আপনি সবজির ব্যবসা করতে পারেন। আপনি যদি গ্রামে বসবাস করেন তাহলে গ্রাম থেকে সবজি কিনে শহরে নিয়ে সবজি বিক্রি করলে ভালো একটা মুনাফা অর্জন করতে পারেন। আপনি যদি শহরে বসবাস করেন তাহলে এই গ্রাম থেকে সবজি কিনে এনে পাইকারি ও খুচরা বিক্রয় করতে পারবেন। এছাড়াও আপনি ভ্যানগাড়িতে করে বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে খুচরা বিক্রি করতে পারবেন। আপনি চাইলেও বিভিন্ন শপিংমলে সুপার শপ ও বিভিন্ন আড়ৎয়ে পাইকারি সবজি দিতে পারবেন। সবজির ব্যবসা করে আপনি মাসে ৫০ থেকে ১ লাখ টাকা ইনকাম করতে পারেন। 

৪.দুধ হোম ডেলিভারির ব্যবসা:

ক্ষুদ্র  ব্যবসার আইডিয়ার ৪ নাম্বারে যে ব্যবসার আইডিয়া সম্পর্কে আলোচনা করব সেটা হলো দুধ হোম ডেলিভারির ব্যবসা। আমরা প্রতিদিন লক্ষ করি কিছু লোক বাড়িতে বাড়িতে এসে দুধ  হোম  ডেলিভারি দিয়ে যায়। যারা প্রতিদিন বাড়ি বাড়িতে দুধ হোম ডেলিভারি দিয়ে থাকেন তারাই দুধের হোম ডেলিভারি ব্যবসা করে থাকেন। যারা কিনা প্রতিদিন সকালে লোকের ঘরে ঘরে গিয়ে দুধ দিয়ে আসেন।এই দুধ হোম ডেলিভারির ব্যবসা যে কোন শ্রেণীর যেকোনো মানুষ করতে পারেন এজন্য পড়ালেখার প্রয়োজন হয় না। সকালে ফার্ম থেকে বা বাজার থেকে দুধ কিনে বিভিন্ন মানুষের বাড়িতে গিয়ে দুধ হোম ডেলিভারি করে থাকেন। তাহলে অনেকে বলতে পারেন এরা কেন ডেইরি ফার্ম  খুলে না। গরুটি ফার্ম করতে অনেক টাকার প্রয়োজন। এ টাকা সবার থাকে না। এজন্য তারা বিভিন্ন ফার্ম ও বাজার থেকে দুধ কিনে দুধ হোম ডেলিভারির ব্যবসা করে থাকেন। অনেকে আবার বিভিন্ন বাড়ি থেকে দুধ সংগ্রহ করার চেয়ে  নিজের বাড়ি বসে দুধ পাওয়ার ব্যাপারটা উপভোগ করেন। এজন্য তারা বেশি টাকা দিতে প্রস্তুত থাকেন আর সেই জন্য এসব লোক এই দুধের হোম ডেলিভারি ব্যবসা থেকে ভালো টাকা আয় করতে পারেন। এরাই শুধুমাত্র  সকালবেলা কাজের জন্য মাসে ১৫-২০ হাজার টাকা আয় করতে পারেন। 

গ্রামে অল্প টাকায় ব্যবসার আইডিয়া

৫.চায়ের দোকানের আইডিয়া

ক্ষুদ্র ব্যবসার আইডিয়ার ৫ নম্বরে যে ব্যবসার আইডিয়া  আলোচনা করব সেটা হলো চায়ের দোকান।অনেকে মনে করতে পারেন চায়ের ব্যবসা করে কয় টাকা ইনকাম হয়। আরো অনেকে এটা ছোট করে দেখতে পারেন। কিন্তু চায়ের ব্যবসা করে হাজার নয় লক্ষ নয় কোটি টাকা ইনকাম করেন। আপনি আশেপাশে চারপাশে তাকালে যেদিকে তাকান সেদিকে দেখতে পাবেন চায়ের দোকান। বর্তমান সময়ের চা একটি জনপ্রিয় পানীয় জাতীয় খাবার। প্রত্যেকদিন মানুষ চায়ের পিছনে 50 টাকা থেকে ১০০ টাকা  খরচ করে। আপনি যদি একটি গুরুত্বপূর্ণ স্থানে চায়ের দোকান দিতে পারেন তাহলে ক্ষুদ্র মূলধনে মাসের 30 থেকে 50 হাজার টাকা অনায়াসে ইনকাম করতে পারেন।এর জন্য আপনার বেশি মূলধন  প্রয়োজন হবে না। আপনি মাত্র ৪০-৫০ হাজার টাকা খরচ করে ভালো একটি চায়ের দোকান দিতে পারবেন। আপনি মোটামুটি ভালো মানের চা তৈরি করতে পারলে দোকানে কাস্টমারের ভিড় লেগে যাবে। এছাড়াও আপনি চা ব্যতীত ও রুটি কলা বিস্কুট চা পান সিগারেট বিক্রি করে ভালো টাকায় করতে পারবেন। তার জন্য প্রয়োজন হবে আপনার ধৈর্য ও ভালো একটা স্থান। বর্তমান সময়ে ক্ষুদ্র বলতে মূলধনে এটি সবচেয়ে জনপ্রিয় ব্যবসা। আমার মতে আপনি অল্প মূলধনে  এই ব্যবসাটি  করতে পারেন। 

চায়ের দোকানের ব্যবসার  আইডিয়া

চায়ের দোকানের ব্যবসার  আইডিয়া


ফুটপাতে লাভজনক ব্যবসা।

উপরে আমি ক্ষুদ্র মূলধনে পাঁচটি ব্যবসার আইডিয়া নিয়ে আলোচনা করলাম। এর মধ্যে আপনার যে আইডিয়াটি  ভালো লাগে সেই আইডিয়ার উপর ব্যবসা শুরু করতে পারেন। বেকার বসে থাকার চেয়ে যে কোন একটি ব্যবসা করে পরিবার পাশে দাঁড়ানো অনেক ভালো। ব্যবসা করুন নিজের কর্মসংস্থান গড়ে তুলুন পরিবারের পাশে দাঁড়ান দেশ উন্নয়নের ভূমিকা পালন করুন। ধৈর্য  সহকারে সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। পোস্টটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন নিজেরও পরিবারে খেয়াল রাখুন। ধন্যবাদ 


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন