ফুটপাতে লাভজনক ব্যবসা।

 

ফুটপাতের ব্যবসার সাথে সবাই কমবেশি পরিচিড আছেন।যারা শহরে থাকেন তারা অবশ্য লক্ষ করেন রাস্তার পাশে বিভিন্ন অলি গলিতে, ফুটওভার ব্রিজের নিচে বিভিন্ন সামগ্রী বিক্রি হচ্ছে। আমরা এই ব্যবসাকে ফুটপাতের বলে থাকি।ফুটপাতের ব্যবসা আমরা আড় চোখে দেখি।তাদের ছোট মনে করি।আসলে কোন কাজই ছোট না সব কাজই সমান।চোখ লজ্জার ভয়ে অনেকে ফুটপাতের ব্যবসা করেনা।ফুটপাতের ব্যবসা অনেক লাভজনক ব্যবসা।ফুটপাতে ব্যবসা করে অনেকে প্রতিষ্ঠিত হয়ে আজ বড় ব্যবসায়ী বিভিন্ন কোম্পানির মালিক তার উদাহরণ হাজার হাজার আছে।প্রথমেই কেউ বড় ব্যবসায়ী হয়না আস্তে আস্তে ছোট থেকে বড় ব্যবসা হয়।তাই অনেকে ভাগ্যর চাকা ঘুরাতে ফুটপাতে ব্যবসা করে। ফুটপাতে ব্যবসা করতে অল্প পুজি লাগে খুব সহজে শুরু করা যায় ও অধিক লাভজনক। কোন দোকান ভাড়া নিতে হয়না ডেকোরেশন করা লাগেনা শুধু নির্দিষ্ট একটি জায়গায় মাদুর বিছিয়ে বা ভ্যানগাড়ির উপর ব্যবসা করা যায়। অল্প টাকা ফুটপাতে ব্যবসা করা যায়। তাহলে চলুন জেনে নেওয়া যাক ফুটপাতে কি কি ব্যবসা করা যায়। 

চা-কফির ব্যবসা

ফুটপাতে চা কফির ব্যবসা অনেক লাভজনক। অনেকে এই ব্যবসাকে ছোট মনে করতে পারেন। আসলে রাস্তার পাশে, ট্রাফিক সিগলানের মোড়ে বিভিন্ন অফিস আদালত, স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের  সামনে চা কফির ব্যবসা শুরু করলে ভালো পরিমান টাকা ইনকাম করা সম্ভব। অনেকে ফুটপাতে চা কফি সিগারেট পান  বিক্রি করে ৫০০ -১০০০ টাকা প্রতিদিন ইনকাম করে। আবার তার থেকেও বেশী টাকা ইনকাম করে।তাই ফুটপাত চা কফির ব্যবসা খুবই ভালো একটি আইডিয়া। 


ফুটপাতে কাপড়ের ব্যবসা।

আপনি হয়তো দেখে থাকবেন রাস্তার পাশে বিভিন্ন ছোট স্টলে বা ভ্যানগাড়ির উপরে জামাকাপড় বিক্রি করে থাকে।এই ব্যবসাও অনেক লাভজনক। নিম্ন আয়ের মানুষ থেকে শুরু করে উচ্চবিত্তের সকলেই ফুটপাত থেকে বিভিন্ন প্রয়োজনীয় জামাকাপড় কিনে থাকে। প্রতিদিন প্রচুর পরিমাণ বিক্রি হয়। তাই ফুটপাতে জামাকাপড় ব্যবসার অনেক চাহিদা রয়েছে। ফুটপাতে গার্মেন্টসের সকল আইটেম কম দামে পাওয়া যায়। বড় বড় মার্কেটে যেগুলো হাজার টাকার উপরে দাম সেগুলো আপনি ৪০০-৫০০ টাকার মধ্যে পেয়ে যাবেন ফুটপাত থেকে। ফুটপাতে  গার্মেন্টসের যে আইটেম জনপ্রিয় শার্ট, প্যান্ট,টি-শার্ট, পোলো শার্ট, পাঞ্জাবি ট্রাউজার  মেয়েদের থ্রি পিচ,ওড়না, প্লাজু আন্ডারওয়ার ইত্যাদি। আপনি প্রথমে পাইকারি কিনে এনে খুচরা বিক্রি করবেন। ঢাকার বিভিন্ন পাইকারি মার্কেট থেকে সংগ্রহ করে বিক্রি করতে হবে।প্রথমে অল্প পরিমাণ মাল এনে ব্যবসা করতে হবে।কারন কোন মালের চাহিদা বেশী সেটা আগে বুজতে হবে। সেটা না করলে ব্যবসায় লস হওয়ার সম্ভবনা বেশি। আপনি যত অভিজ্ঞ হবেন ব্যবসায় লাভবান বেশী হবে।


ফুটপাতে কসমেটিক্সের ব্যবসা

ফুটপাতে কসমেটিক্স ব্যবসার চাহিদা রয়েছে। ফুটপাতের ছোট ছোট দোকানে ভ্যানের উপর কসমেটিকস বিক্রি করা হয়।সাধারণত স্কুল কলেজের সামনে,গার্মেন্টসের সামনে ও বিভিন্ন কলকারখানার নারীরা ফুটপাত থেকে কসমেটিক্স ক্রয় করে থাকেন।ফুটপাতে কসমেটিকস সামগ্রী কাঁচের চুড়ি,নাকফুল,কানের দুল,হাতের ব্যাসলেট,গলার হাড়,নুপুর, আংটি ও প্রসাধনী সামগ্রী বিক্রি বেশী হয়।ঢাকার চকবাজার থেকে পাইকারিতে এনে খুচরা বিক্রি করবেন। তাহলে লাভ বেশী হবে।


মোবাইল এক্সেসরিজ ইলেকট্রনিক পণ্য  

মোবাইল এক্সেসরিজ বলে বোঝয় মোবাইলের ব্যাককভার, প্রটেকশন গ্লাস, ক্যামেরা প্রটেকশন গ্লাস,ট্রাইপড, ব্লটুথ,ব্লটুথ এয়ারফোন, এয়ারফোন,মেমোরি কার্ড, ব্যাটারী,চার্জার, হেডফোন ও মোবাইল স্টান্ড ইত্যাদি ফুট বিক্রি করা হয়। ইলেকট্রনিক পণ্য বলতে বোঝায় রাইস কুকার,প্রেসার কুকার,বিভিন্ন ফল ও শাকসবজি কাটার মেশিন, সাউন্ড বক্স ইত্যাদি। মোবাইলের ব্যাক কভার পরিবর্তন করতে হয় প্রটেকশন গ্লাস পাল্টাতে হয়।  তাই ফুটপাতে মোবাইল এক্সসরিজের কাস্টমার বেশী পাবেন অনেকে আছে এয়ারফোন বেশী দিন টিকে না তারা ফুটপাত থেকে এয়ারফোন বেশী কিনে থাকে।মাত্র ২০ হাজার  টাকা দিয়ে এই ব্যবসা শুরু করতে পারবেন। ঢাকার গুলিস্তান সহ বিভিন্ন জায়গা থেকে পাইকারি কিনে এনে খুচরা বিক্রি করতে পারলে ভালো হবে। 

ফুটপাতে ফাস্টফুটের ব্যবসা

এই ব্যবসার আইডিয়া টা দারুণ ও লাভজনক আইডিয়া। বর্তমান প্রজন্মের কাছে ফাস্টফুট খুবই পছন্দের একটি খাবার।ফুটপাতে ফাস্টফুড খুব ভালো চলবে। রাস্তার পাশে বিভিন্ন রকমের টং দোকান, ফুটকোর্ট,ভ্যানে ফাস্টফুড বিক্রি করা হয়।যেসব আইটেম ফুটপাতে চলবে পিৎজা, বার্গার, স্যান্ডউইচ,কাবাব,বুটি খাবাব,সিঙ্গারা,ডালপুরি, সমুচা, হালিম,ফুচকা,মোগলাই, চটপটি,ভেজিটেবল রোল ইত্যাদি প্রচুর পরিমাণ বিক্রি হয়। আপনি এই ব্যবসা করতে চাইলে ভিন্নটা আনতে হবে।অন্য দশজনের চেয়ে খাবারের মান উন্নত রাখতে হবে।আপনার খাবারগুলো নিজে তৈরী করতে হবে। প্রথমেই নিজে না পারলে ১-২ জন্য কারিগর রেখে তার কাছ থেকে শিখে নিজে তৈরী করতে হবে।তা নাহলে লাভ করতে পারবেন না।প্রতিটি খাবারে সামান্য পরিমাণ লাভ করতে হবে তাহলে কাস্টমার বাড়বে।সাথে খাবারের কোয়ালিটি সম্পন্ন হতে হবে।বাসি খাবার বিক্রি করা যাবেনা।অপচয় করা যাবেনা।তাহলেই আপনি ব্যবসায় সাফল্য অর্জন করতে পারবেন। 

পুরাতন বইয়ের দোকান।

পুরাতন বইয়ের দোকানের চাহিদা বর্তমানের অনেক রয়েছে। এই আইডিয়াটি ইউনিক ব্যবসার আইডিয়া।অনেকে পুরাতন বই খোজে। বিভিন্ন স্কুল কলেজের সামনে ও অফিস আদালতের সামনে ফুটপাতে পুরাতন বই বিক্রি হয় যায়।দুষ্প্রাপ্য বাংল বই, উপন্যাস, কবিতার বই,ইতিহাসের বই,জিওগ্রাফিয়া বই,ইংরেজি উপন্যাসের বই,ইসলামিক বই ইত্যাদি সংগ্রহ করে বিক্রি করতে পারলে প্রচুর  কাস্টমার বাড়বে। তাই এই ব্যবসা করলে আপনার ভাগ্যর চাকা ঘুরতে পারে।

ফুটপাতে সবজি ও ফলমূলের ব্যবসা।

শহরে যারা বসবাস করেন সবাই খুব ব্যস্ত। অফিসে ডিউটি করতে করতে দিনের অধিকাংশ সময় চলে যায়।বাজার করার সময় পাওয়া যায় না। তাই অনেকে সময় বাচানোর জন্য ফুটপাত থেকে সবজি ও ফলমূল কিনে থাকেন।সবজি ও ফলমূল প্রচুর পরিমাণ লাভ থাকে।ফুটপাতে ভ্যানে করে সবজি বিক্রি করে অনেকে প্রতিদিন হাজার টাকার উপরে ইনকাম করে থাকে।আপনি চাইলেও এই ব্যবসা করে ভাগ্যর চাকা ঘুরাতে পারেন।

পরিশেষে বলতে চাই আপনি যে ব্যবসাই করেন না কেন আপনাকে বুঝে শুনে যাচাই বাছাই করে তারপর শুরু করবেন। আপনার মনে যে ব্যবসা করতে  উৎসাহ বেশী পাবেন সেটাই করবেন।পরিশ্রম করতে হবে, পরিশ্রম সৌভাগ্যের পরিবর্তন করে। ধন্যবাদ 



7 মন্তব্যসমূহ

নবীনতর পূর্বতন