হ্যালো আমার প্রাণ প্রিয় বোনেরা কেমন আছেন সবাই। আশা করি আল্লাহর রহমতে ভালই আছি। এখন আমি আলোচনা করব অনলাইনে আপনাদের জন্য কি ধরনের উপযুক্ত ব্যবসা রয়েছে ,সেগুলো কিভাবে করতে পারবেন?এই ধরনের আইডিয়া সমূহ। তো চলুন দেরি না করে শুরু করা যাক।
![]() |
| মেয়েদের জন্য অনলাইন ইনকাম |
অনলাইনে শিক্ষকতা করা
মেয়েরা চাইলে অনলাইন শিক্ষকতা করে টাকা ইনকাম করতে পারে। বর্তমান যুগ অনলাইন নির্ভর হয় এমন কোন বিষয় নেই যে, সে বিষয় সম্পর্কে অনলাইনে পড়ানে সুযোগ নেই তার মানে সব বিষয়েই পড়ানো সুযোগ আছে। আমাদের বোনেরা চাইলে অনলাইনে যে কোন বিষয় পড়াতে পারে।
একটি মেয়েকে অনলাইনে পড়াতে গেলে যে বিষয়গুলো দরকার সেগুলো হচ্ছে।
যে বিষয়ে পড়াবে সে বিষয়ে সম্বন্ধে বিষয় ভিত্তিক জ্ঞান থাকতে হবে বেশি পরিমাণে। বিষগুলোর পড়ানোর সময় নিজস্ব সৃজনশীলতাও যোগ করতে হবে। তাতে করে বিষয়ভিত্তিক জ্ঞান গুলো শিক্ষার্থীর কাছে আকর্ষিত মনে হয়।
হস্তশিল্প
আমাদের দেশের মা-বোনেরা হস্তশিল্পী খুবই পারদর্শী ।তারা বিভিন্ন জিনিস নৈপর্ণ পূর্ণতার সাথে তৈরি করে থাকে। তাদের হস্তশিল্পের দ্বারা তৈরি পন্যর চাহিদা বাজারে খুবই বেশি।
এখন আপনারা হয়তো ভাবছেন হস্তশিল্পী দাঁড়া তৈরিকৃত কোন ধরনের জিনিসপত্র বাজারে চাহিদা খুব বেশি থাকে।
চলুন সে সম্বন্ধে আপনাদেরকে ধারণা প্রদান করি।
নকশি কাঁথা:
আমাদের দেশের মা-বোনেরা খুব সুন্দর করে নকশি কাঁথা তৈরি করতে পারে। এই নকশী কাঁথার কদর সারা বিশ্বব্যাপী।
মাটির শিল্প
ঘরে বসে মেয়েরা মাটি দিয়ে অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র তৈরি করে। এগুলো মানুষজন তাদের ঘরের সৌন্দর্য বৃদ্ধি করতে ব্যবহার করে তাই এই মাটির শিল্পের বাজার সারা বিশ্বব্যাপী।
বিভিন্ন প্লাস্টিকের টুকরো দিয়ে এবং এর সাথে বিভিন্ন জিনিস সমন্বয়ক অনেক সুন্দর সুন্দর পণ্য তৈরি করে যেগুলোর প্রতি মানুষ আকাঙ্ক্ষা থেকে থাকে।
এখন হয়তো তারা এটাও চিন্তা করছে যে এই বিষয়গুলো তারা কিভাবে অনলাইনে বিক্রি করতে পারে। বর্তমান যুগে এটা আসলে কোন দুশ্চিন্তারি বিষয় নয়। কেননা আপনি প্রথমে একটি অনলাইন প্লাটফর্ম সেটা হতে পারে ফেসবুক, ইউটিউব ,অনলাইন ওয়েবসাইট এগুলো তৈরি করবেন। তারপরে আপনার তৈরিকৃত সুন্দর সুন্দর পণ্যগুলোর আউটলুক এ প্লাটফর্মে প্রদর্শন করবেন।
কনটেন্ট লেখা
বর্তমান যুগ অনলাইন নির্ভর হওয়ার কারণে।ইন্টারনেটের শত শত ওয়েবসাইট তৈরি হচ্ছে। বিভিন্ন ধরনের ওয়েবসাইটের জন্য বিভিন্ন ধরনের কনটেন্ট এর প্রয়োজন পড়ছে।
এরই জন্য এই ওয়েবসাইট নির্মাতারা শত শত কনটেন্ট রাইটারের খোঁজ সর্বদা চালিয়ে যাচ্ছে।
আপনি চাইলে ঘরে বসে কনটেন রাইট করতে পারেন। যেটা আপনাকে একটা অন্যতম ইনকাম করতে সাহায্য করবে।
ফেসবুকের মাধ্যমে ব্যবসা
আপনি চাইলে বর্তমান যুগে ফেসবুকের মাধ্যমে ব্যবসা করতে পারবেন। এই ব্যবসাটা হতে পারে শাড়ি কাপড়ের অথবা বুটিক ব্যবসা।আপনি যদি নিয়মিত ফেসবুক ব্যবহার করে থাকেন তাহলে এ ধরনের ফেসবুক ব্যবসা আমাদের দেশের অনেক মা-বোনদের করতেও দেখে থাকবেন।
এই ব্যবসা গুলি করতে হলে ফেসবুকে আপনার যে বিষয়গুলো করা প্রয়োজনীয়।
প্রথমে আপনার একটা ফেসবুক আইডি থাকতে হবে। এবং এরপর আপনি একটা ফেসবুক পেজ খুলবেন অথবা আপনার ফেসবুক আইডিতে প্রফেশনাল মুড অন করে দিবেন। এরপরে আপনি যে পণ্যগুলির ব্যবসা করতে চান সে পণ্যগুলোর ছবি অথবা ভিডিও আপনার এই ফেসবুক পেজ অথবা আপনার এই প্রফেশনাল মোড আইডিতে পোস্ট করবেন। এতে করে যখন আপনার ফলোয়ার এবং ভিউয়ার সংখ্যা বাড়বে আস্তে আস্তে করে এরা আপনার ক্রেতায় পরিণত হবে।
মজার আর একটা বিষয় হলো ,যখন আপনার এই পেজ অথবা আইডির মনিটা রাইেজশন অন হবে তখন আপনি এখান থেকে একটা ভালো মানের ইনকাম করতে পারবেন।
অনলাইন রান্নাঘর
অনেকেই আছে যারা রান্না করতে খুব পছন্দ করে। তারা সাধারণত নতুন নতুন ধরনের রান্নার রেসিপি তৈরি করে থাকে।
আপনি যদি একটা ইউটিউব চ্যানেল খোলেন। আর ওই চ্যানেল আপনার এই রান্না করার ভিডিওগুলো পোস্ট করেন। তাহলে দেখবেন যে ওই চ্যানেল থেকে আপনি ভালো মানের টাকা ইনকাম করতে পারছেন।

nice
উত্তরমুছুন