ঘরে বসে মেয়েদের ক্ষুদ্র ব্যবসার আইডিয়া
মেয়েদের ব্যবসার আইডিয়া সম্পর্কে আজকে আলোচনা করব।আমি কি বেকার? আপনি কি পড়াশোনা বা চাকরির পাশাপাশি ব্যবসা করে নিজের আলাদা পরিচয় প্রতিষ্ঠিত করতে চান?তাহলে আজকের আর্টিকেলটি আপনার জন্য উপকারে আসবে। বর্তমান চাকরি হলে সোনার হরিণের মত। চাকরির বাজারে বর্তমানে যে পরিমাণ প্রতিযোগিতা সেই তুলনায় চাকরির পরিমাণ খুবই কম।তাই আপনার চাকরির পিছনে অযথা সময় নষ্ট না করাই ভালো। ব্যবসা করে নিজেকে প্রতিষ্ঠিত করায় সর্বোত্তম কাজ। ব্যবসা করে যেমন নিজে সাবলম্বী হওয়া যায় এবং অন্য দশজনকে কাজের ব্যবস্থা করে দেওয়া যায়।বর্তমান সময়ে অনেক মেয়েরাই চায় ব্যবসা করে নিজে প্রতিষ্ঠিত হয়ে নিজের টাকায় চলতে ও পরিবারের পাশে দাঁড়াতে।তাই আজকের আর্টিকেলে আমি মেয়েদের ৫টি ক্ষুদ্র ব্যবসা নিয়ে আলোচনা করব।আর্টিকেলটি সম্পন্ন পড়লে আপনি যেকোনো একটি আইডিয়া নিয়ে ব্যবসা করে স্বাবলম্বী হতে পারবেন। চলুন তাহলে আর দেরি না করে মূল টপিকে ফিরে আসা যাক।
বুটিক হাউজ
বুটিক হাউজ ব্যবসার আইডিয়া মেয়েদের কাছে বর্তমান সবচেয়ে জনপ্রিয় এবং ট্রান্ডিং ব্যবসার আইডিয়া।এই ব্যবসা করে যেমন নিজে স্বাবলম্বী হওয়া যায় পাশাপাশি নিজের আলাদা একটা পরিচয় তৈরি করা যায়।বুটিক হাউজ চিনে না এমন কোন লোক বর্তমানে খুঁজে পাওয়া দুষ্কর। আমরা কম বেশি সবাই বুটিক হাউজের সাথে পরিচিত। এই ব্যবসা হলো কোনো ড্রেসের কাস্টমাইজ করে তার নতুন রূপ দেওয়া। যেমন ব্লক প্রিন্টিং করে,বাড়তি কাপড়ের ফুল তৈরি করে ,জরি বা পাথর ব্যবহার করে ব্যবহার করে ও এমব্রয়ডারি করে ইত্যাদি। ইউটিউব দেখে দেখে এই কাজ শিখা যায়।এছাড়াও বিসিক, প্রতিবেশী ট্রেনিং সেন্টার ,বাংলাদেশ মহিলা সমিতি ,ঘর কন্যা ট্রেনিং সেন্টার ও যুব উন্নয়ন থেকে আপনি ট্রেনিং নিয়ে পারদর্শী হতে পারবেন । তাই আপনি যদি এই কাজে পারদর্শী হতে পারেন তখন একটি দোকান নিয়ে ৫০ থেকে ১ লাখ টাকা বিনিয়োগ করে খুব সহজেই আপনার স্বপ্নের বুটিক হাউস খুলতে পারেন। পোশাকে নতুন নতুন ডিজাইন ও ইউনিক আইডিয়া দিয়ে মানুষের মন জয় করতে পারলে। আপনি খুব দ্রুত সাফল্য লাভ করতে পারবেন।আমাদের আইডিয়াটা যদি আপনার মনের মত হয় তাহলে আর দেরি না করে এখনই ব্যবসার জন্য প্রস্তুতি নিয়ে নিন।
কাপড় সেলাইয়ের ব্যবসা
কাপড় সেলাই ব্যবসা আপনি চাইলে ঘরে বসে করতে পারেন। বর্তমান সময়ের কাপড় সেলাইয়ের অনেক চাহিদা রয়েছে।আপনি যদি সেলাই কাজে পারদর্শী হন তাহলে আপনি এই ব্যবসা করতে পারবেন। আর আপনি যদি পারদর্শী নাও থাকেন তাহলে বিভিন্ন ধরনের তিন মাস ও ছয় মাসে কোর্স আছে এর যে কোন একটি কোর্স করে পারদর্শী হতে পারবেন। এসব ধরনের কোর্স সরকারিভাবে ফ্রি হয়ে থাকেন ।কোর্স শেষে সরকারিভাবে ব্যবসা করার জন্য টাকা পাওয়া যায়।কাজ শেখা হয়ে গেলে একটি সেলাই মেশিন কিনে। ২০ থেকে ৫০ হাজার টাকা কাপড় তুলে খুব সহজে কাপড় সেলাই ব্যবসা করতে পারেন। আপনি চাইলে এই ব্যবসা ঘরে বসে করতে পারেন এবং দোকান নিয়ে করতে পারেন।
অনলাইনে খাবার ডেলিভারি
অনলাইনে খাবার ডেলিভারির ব্যবসা বলতে বুঝায় কোন খাবার রান্না করে অনলাইনের মাধ্যমে বিক্রি। দিন দিন এই ব্যবসা জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। যদি রান্না করতে ভালোবাসেন ও বিভিন্ন ধরনের মজাদার খাদ্য তৈরিতে পারদর্শী হয়ে থাকেন। তাহলে আপনার জন্যই ব্যবসা করা খুব সহজ হবে। আপনি একটি ফেসবুক পেজ বা একটু ওয়েবসাইট খুলে সুন্দর করে ডিজাইন করে বিভিন্ন মজাদার খাদ্যর ছবি বা ভিডিও আপলোড করতে হবে। তারপর যদি আপনার ছবির ভিডিও দেখে কেউ অর্ডার করে তার ঠিকানা অনুযায়ী সেই সেই খাবার পৌঁছে দিতে হবে। এভাবেই আপনি অনলাইনে ফুড ডেলিভারির ব্যবসা করতে পারেন।
বিউটি পার্লার
বিউটি পার্লার ব্যবসার আইডিয়ার মানে হল সাজগোজের মাধ্যমে টাকা ইনকাম করা।মেয়েরা সাধারণত সাজগোজ করতে খুব ভালোবাসে।আর আপনি মেয়েদের এই দুর্বলতা কাজে লাগিয়ে ঘরে বসে খুব সহজে আয় করতে পারেন। এসব মেয়েরা বিভিন্ন ইভেন্টের জন্য সাজগোজ করে।আপনি যদি সাজাতে পারদর্শী বা বিউটিশিয়ান হয়ে থাকেন।তাহলে খুব সহজেই এ কাজটি আপনি করতে পারবেন।বর্তমান সময়ে বিউটি পার্লারের চাহিদা ব্যাপক হয়েছে।বিয়ের জন্য কনে সাজ হলুদের সাজ,জন্মদিনের জন্য সাজগোজ কোথাও বেড়াতে গেলে বা ঘুরতে বের হওয়ার জন্য মেয়েরা সাজগোজ করে। আর এই সাজগুলোর জন্য মেয়েরা হাজার হাজার টাকা খরচ করে। তাই আপনি একটি বিউটি পার্লার খোলে খুব সহজে কাস্টমার পেয়ে যাবেন।আর আপনি সবচেয়ে সুবিধা দিক হলো বিউটি পার্লারের সব কাস্টমারই নিয়ে।এজন্য আপনার কাজ করতে কোন অসুবিধা হবে না।তাই আপনি বিউটি পার্লার ব্যবসা করে খুব সহজে স্বাবলম্বী হতে পারবেন।
কাস্টমাইজ গহনা তৈরির ব্যবসা
কাস্টমাইজ গহনা তৈরির ব্যবসা বলতে বুঝায় কোন গহনাকে বিভিন্ন ধরনের কাস্টমাইজ করে বিক্রি করাকে ।এ ধরনের গহনার বর্তমানে ব্যাপক চাহিদা রয়েছে।মেয়েদের সাজগোজের প্রথম তালিকায় রয়েছে কাস্টমাইজ গহনা ।বিভিন্ন ধরনের কাস্টমাইজ গহনা রয়েছে যেমন পাথরের গহনা , কাপড়ের গহনা,কাঠের গহনা, ইমিটেশন গহনা ও পাটের গহনা ইত্যাদি।আপনি এর মধ্যে যে যেকোন একটি গহনা তৈরির ব্যবসা করে স্বাবলম্বী হতে পারেন।
পাট পণ্য তৈরির ব্যবসা
পাট পণ্য তৈরির ব্যবসা বলতে বোঝায় পাট দিয়ে কোন পণ্য তৈরি করে বিক্রয় করা।পাট দিয়ে তৈরি পণ্যের চাহিদা দেশ ও আন্তর্জাতিক বাজারে প্রচুর চাহিদা রয়েছে।অনেক উদ্যোক্তা রয়েছে যারা পাট পণ্য তৈরি করে দেশ কি চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করতেছে।পাট দিয়ে বিভিন্ন ধরনের পণ্য তৈরি করা যায় যেমন পাটের ব্যাগ, পাপোশ, ডোরবেল, পাটের দোলনা, পাটের ঝুড়ি,বিভিন্ন ধরনের বাস্কেট , শাড়ি, গহনা, জুতা ও আরামদায়ক কাপড় ইত্যাদি।এ ধরনের পণ্য তৈরি করে ব্যবসা করে অনেককে স্বাবলম্বী হচ্ছে ।তার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা পালন করছে ।এছাড়াও পাটের বহুমুখী ব্যবহার করে দেশের উন্নয়নে ভূমিকা পালন করছে।বিদেশে রপ্তানি করেও দেশের সুনাম বৃদ্ধি করতেছে ।তাই আপনি যদি নিজেকে দেশের সুনাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করতে চান তাহলে আপনি পাট পণ্য তৈরির ব্যবসা করতে পারেন।
ফ্রিল্যান্সিং
ফ্রিল্যান্সিং যুব সমাজের সবচেয়ে পছন্দের পেশা। যুব সমাজের অধিকাংশ ক্রমশে ফ্রিল্যান্সিং পেশার প্রতি ঝুকছে।কারণ ফ্রিল্যান্সিং হলে একটু মুক্ত পেশা। এছাড়াও ফ্রিল্যান্সিং যেকোন প্রান্ত থেকে যেকোনো সময় কাজ করা যায় ।এদেশে কোন বস থাকে না নিজের পছন্দ অনুযায়ী যে কোন সময় কাজ করতে পারে বলে অনেকেই এই পেশা প্রতি আগ্রহ বেশি। ফ্রিল্যান্সিং করে অনেকে লাখ লাখ টাকা মাসে ইনকাম করছেন। ফ্রিল্যান্সার অনেকগুলো সেক্টর রয়েছে তার মধ্যে জনপ্রিয় কিছু সেক্টর হল ডিজিটাল মার্কেটিং ,কনটেন্ট রাইটিং, ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন, এসইও ,গ্রাফিক্স ডিজাইনার ইত্যাদি ।এরমধ্যে যেকোনো কাজ শিখে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন।
পরিশেষে,
আজকের আর্টিকেলে আমি মেয়েদের ঘরে বসে আইডিয়া সম্পর্কে আলোচনা চেষ্টা করেছি।উপরে আমি কিছু আইডিয়া নিয়ে সংক্ষিপ্ত আকারে বলেছি।আপনি যদি বেকার হয়ে থাকেন তাহলে এর মধ্যে যেকোনো একটা আইডিয়া নিয়ে তার ওপর এক্সপার্ট হয়ে আপনি আপনার ব্যবসা শুরু করে দিতে পারেন। বেকার থাকার চেয়ে যেকোনো একটি কাজ করা ভালো। তাই আর দেরি না করে ব্যবসা করে নিজেকে প্রতিষ্ঠিত করেন। নিজের একটা আলাদা পরিচয় করুন ।আর্টিকেলটি সম্পন্ন পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।ব্যবসার আরও আইডিয়া সম্পর্কে জানতে নিয়মিত আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।নিজের প্রতি খেয়াল রাখুন পরিবার ও দেশের উন্নয়নের ভূমিকা রাখুন ।ধন্যবাদ